পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে ক্যানসার চিকিৎসা - কেমোথেরাপি

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নয়া উদ্যোগ আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষের ৷ ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অমিত মুখোপাধ্যায়ের উদ্যোগে আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে ক্যানসারের চিকিৎসা ৷ আপাতত আউটডোর পরিষেবা ও কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে ৷ ভবিষ্যতে পরিকাঠামো আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের ৷

Free cancer treatment started at Asansol District Hospital
আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে ক্যানসার চিকিৎসা

By

Published : Jul 2, 2021, 11:47 AM IST

আসানসোল, 2 জুলাই : আসানসোল জেলা হাসপাতালে চালু হল ক্যানসারের চিকিৎসা ৷ সম্পূর্ণ বিনামূল্যে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ হাসপাতালে ক্যানসার চিকিৎসার জন্য আলাদা ওপিডি তৈরি করা হয়েছে ৷ সেই সঙ্গে কেমোথেরাপির ব্যবস্থা রয়েছে আসানসোল জেলা হাসপাতালে ৷ তবে, ক্যানসার নিরাময়ে রেডিয়েশন চিকিৎসার কোনও ব্যবস্থা এখনও হাসপাতালে নেই বলে জানা গিয়েছে ৷ খুব দ্রুত রোগীদের রেডিয়েশন দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ৷

ক্যানসারের মতো জটিল রোগের থাবায় আক্রান্তের পাশাপাশি বহু পরিবারকে সর্বস্বান্ত হতে হয়েছে ৷ এমন ছবি প্রায় দেখা গিয়েছে ৷ এমনকি কোনও দরিদ্র পরিবারে কেউ ক্যানসারে আক্রান্ত হলে চিকিৎসার খরচ বহন করাই দায় হয়ে ওঠে ৷ তাই এবার অসহায় দরিদ্র মানুষের স্বার্থে আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে ক্যানসার চিকিৎসা ৷ যা জটিল এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে আসানসোল ও তার আশেপাশের অঞ্চলের মানুষজনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছে ৷ আসানসোল জেলা হাসপাতালে উপর শুধু আসানসোল নয়, পশ্চিম বর্ধমান জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়ার প্রান্তিক অঞ্চলের মানুষও নির্ভরশীল ৷ এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বহু মানুষ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন ৷

আসানসোল জেলা হাসপাতালে বিনামূল্যে ক্যানসারের চিকিৎসা

আসানসোল জেলা হাসপাতালে ইতিমধ্যেই ক্যানসার আক্রান্তদের জন্য আউটডোর পরিষেবা শুরু হয়েছে । ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অমিত মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে আউটডোর পরিষেবা চলছে সেখানে ৷ এর পাশাপাশি কেমোথেরাপির ব্যবস্থাও রয়েছে হাসপাতালে ৷ গত জুন মাসে প্রায় ত্রিশ জনকে কেমোথেরাপি দেওয়া হয়েছে বলে চিকিৎসক অমিত মুখোপাধ্যায় জানিয়েছেন ৷

আরও পড়ুন : দুর্গাপুরের ক্যানসার রোগীকে আর্থিক সাহায্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের

আসানসোলের এমন অনেক ক্যানসার আক্রান্তরা রয়েছেন যারা বাইরে চিকিৎসা করাতে যেতেন ৷ তাঁরাও এখন আসানসোল জেলা হাসপাতালে ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন এবং কেমো নিচ্ছেন । তেমনি একজন রোগী রুমা বাগ জানালেন, আসানসোল জেলা হাসপাতালে ক্যানসারের বিনামূল্যে চিকিৎসা শুরু না হলে, আগামী দিনে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে যেত ৷ করোনার বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে গণ পরিবহন ৷ গতকাল থেকে বাস পরিষেবা চালু হলেও, একজন ক্যানসার রোগীর পক্ষে বাসে করে কলকাতায় এসে চিকিৎসা করানোটা প্রায় অসম্ভব ৷ ফলে যাঁরা কলকাতায় কেমোথেরাপি নিতে যেতেন, তাঁরা বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে কেমোথেরাপির বিশেষ সুবিধা পাচ্ছেন ৷

আরও পড়ুন : জীবনযুদ্ধের লড়াইয়ে শুটার রিতিকার পাশে ক্রীড়া দফতর

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানিয়েছেন, চিকিৎসক অমিত মুখোপাধ্যায় নিজে আন্তরিকভাবে এই বিভাগটি চালু করার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন । তবে, এখনও পর্যন্ত আসানসোল জেলা হাসপাতালে রেডিয়েশন বিভাগ চালু হয়নি । যাঁদের রেডিয়েশনের প্রয়োজন, চিকিৎসকরা তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অথবা কলকাতার নীলরতন সরকার হাসপাতালে রেডিয়েশনের ব্যবস্থা করিয়ে দিচ্ছেন । ক্যানসার বিভাগ শুরু হওয়ার পর প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা । চিকিৎসকরাও চাইছেন সরকারি হাসপাতালের ক্যানসারের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা নিন রোগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details