আসানসোল, 2 জুলাই : আসানসোল জেলা হাসপাতালে চালু হল ক্যানসারের চিকিৎসা ৷ সম্পূর্ণ বিনামূল্যে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ হাসপাতালে ক্যানসার চিকিৎসার জন্য আলাদা ওপিডি তৈরি করা হয়েছে ৷ সেই সঙ্গে কেমোথেরাপির ব্যবস্থা রয়েছে আসানসোল জেলা হাসপাতালে ৷ তবে, ক্যানসার নিরাময়ে রেডিয়েশন চিকিৎসার কোনও ব্যবস্থা এখনও হাসপাতালে নেই বলে জানা গিয়েছে ৷ খুব দ্রুত রোগীদের রেডিয়েশন দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ৷
ক্যানসারের মতো জটিল রোগের থাবায় আক্রান্তের পাশাপাশি বহু পরিবারকে সর্বস্বান্ত হতে হয়েছে ৷ এমন ছবি প্রায় দেখা গিয়েছে ৷ এমনকি কোনও দরিদ্র পরিবারে কেউ ক্যানসারে আক্রান্ত হলে চিকিৎসার খরচ বহন করাই দায় হয়ে ওঠে ৷ তাই এবার অসহায় দরিদ্র মানুষের স্বার্থে আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে ক্যানসার চিকিৎসা ৷ যা জটিল এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে আসানসোল ও তার আশেপাশের অঞ্চলের মানুষজনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছে ৷ আসানসোল জেলা হাসপাতালে উপর শুধু আসানসোল নয়, পশ্চিম বর্ধমান জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়ার প্রান্তিক অঞ্চলের মানুষও নির্ভরশীল ৷ এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বহু মানুষ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন ৷
আসানসোল জেলা হাসপাতালে ইতিমধ্যেই ক্যানসার আক্রান্তদের জন্য আউটডোর পরিষেবা শুরু হয়েছে । ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অমিত মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে আউটডোর পরিষেবা চলছে সেখানে ৷ এর পাশাপাশি কেমোথেরাপির ব্যবস্থাও রয়েছে হাসপাতালে ৷ গত জুন মাসে প্রায় ত্রিশ জনকে কেমোথেরাপি দেওয়া হয়েছে বলে চিকিৎসক অমিত মুখোপাধ্যায় জানিয়েছেন ৷