পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol : দুঃস্থ মেধাবীদের পাশে লড়াই করে উঠে আসা চার যুবক - আসানসোল

চার দুঃস্থ পড়ুয়ার পাশে দাঁড়ালেন আসানসোলের সঞ্জিত রায়, সৌরভ মণ্ডল, অভিজিৎ দে এবং অভিষেক ভার্মা ।

s
s

By

Published : Aug 19, 2021, 10:37 PM IST

আসানসোল, 19 অগস্ট : একদা লড়াই করে উঠে আসা আসানসোলের চারজন এবার তাঁদের মতো দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিলেন । আসানসোলের সমাজসেবী সংগঠন প্রগতি। প্রগতি দুঃস্থ ও মেধাবী বহু ছাত্রছাত্রীকে সাহায্য করে থাকে ৷ সেইসব ছাত্রছাত্রীরা আজ অনেকেই প্রতিষ্ঠিত। তেমন চারজন সঞ্জিত রায়, সৌরভ মণ্ডল, অভিজিৎ দে এবং অভিষেক ভার্মা ।

একটা সময় চারজনের পরিবারে আর্থিক অনটন ছিল। প্রগতির সহায়তায় এই চারজন জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন । সঞ্জিত সরকার এখন সরকারি চাকুরে ৷ বাকি তিনজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার । সঞ্জিত, সৌরভ, অভিজিত, অভিষেকরা একদা যেভাবে প্রগতির সাহায্য পেয়েছিলেন, তেমন করে তাঁরাও এবার এগিয়ে এলেন অন্য দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যে ৷ সম্প্রতি আসানসোল রবীন্দ্রভবনে আনুষ্ঠানিকভাবে আসানসোলের চারজন মেধাবী ছাত্রর পঠনপাঠনের দায়িত্ব নিলেন তাঁরা ।

দুঃস্থ মেধাবীদের পাশে ওঁরা ৷

আরও পড়ুন: দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি কোচিং সেন্টার চালু হল বারাসতে

অভিজিৎ দে বলেন, "2013 সালে আমি মাধ্যমিক পাশ করি। সে সময় আমাদের পরিবারে প্রচণ্ড আর্থিক অনটন ছিল। প্রগতি সহ অনেক শুভাকাঙ্ক্ষী আমার পাশে দাঁড়ায়। আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি। জীবনে সবাই সংগ্রাম করছে। কেউ হয়তো একটু পিছিয়ে পড়েছে। তাদের আমি যদি সাহায্য করতে পারি তাহলে আমার এই সাধনা সম্পূর্ণ হবে।"

ABOUT THE AUTHOR

...view details