আসানসোল, 19 অগস্ট : একদা লড়াই করে উঠে আসা আসানসোলের চারজন এবার তাঁদের মতো দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিলেন । আসানসোলের সমাজসেবী সংগঠন প্রগতি। প্রগতি দুঃস্থ ও মেধাবী বহু ছাত্রছাত্রীকে সাহায্য করে থাকে ৷ সেইসব ছাত্রছাত্রীরা আজ অনেকেই প্রতিষ্ঠিত। তেমন চারজন সঞ্জিত রায়, সৌরভ মণ্ডল, অভিজিৎ দে এবং অভিষেক ভার্মা ।
একটা সময় চারজনের পরিবারে আর্থিক অনটন ছিল। প্রগতির সহায়তায় এই চারজন জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন । সঞ্জিত সরকার এখন সরকারি চাকুরে ৷ বাকি তিনজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার । সঞ্জিত, সৌরভ, অভিজিত, অভিষেকরা একদা যেভাবে প্রগতির সাহায্য পেয়েছিলেন, তেমন করে তাঁরাও এবার এগিয়ে এলেন অন্য দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যে ৷ সম্প্রতি আসানসোল রবীন্দ্রভবনে আনুষ্ঠানিকভাবে আসানসোলের চারজন মেধাবী ছাত্রর পঠনপাঠনের দায়িত্ব নিলেন তাঁরা ।