আসানসোল, 26 সেপ্টেম্বর: অবসরের পরেও ভালোবাসার টানে স্কুলকে ছাড়তে পারেনি আসানসোল কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের (Asansol Kanyapur School) শিক্ষক বীর বব্রুবাহন ধল ৷ তাই স্কুলের অন্ধকার শ্রেণিকক্ষের জন্য কখনও পেনশনের টাকা থেকে এলইডি লাইট লাগিয়ে দেওয়া, তো কখনও স্কুলের লাইব্রেরির জন্য বই কিনে দেওয়া ৷ নানান কাজ করে থাকেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক ৷ এবার বিদ্যাসাগরের জন্মদিনে নিজের প্রাক্তন স্কুলে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করলেন ওই শিক্ষক বীর বব্রুবাহন ধল (Former Teacher Makes Vidyasagar Statue in School) ৷
আসানসোলের বিশিষ্ট ভাস্কর গৌতম দত্ত ফাইবার গ্লাস দিয়ে বিদ্যাসাগরের মূর্তিটি বানিয়েছেন ৷ সোমবার কন্যাপুর উচ্চ বিদ্যালয়ে মূর্তিটির উদ্বোধন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গঙ্গানন্দজী মহারাজ ৷ অবসরপ্রাপ্ত শিক্ষক বীর বব্রুবাহন ধল বলেন, ‘‘যেদিন আমি অবসর নিয়েছিলাম, সেই দিন আমাকে এখানে সম্মানিত করেছিলেন অন্যান্য শিক্ষকরা ৷ সেদিনই আমি তাঁদের কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছিলাম যে, আমাদের স্কুলের জন্য একটি বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করব ৷ তাঁরা অনুমতি দিয়েছিলেন ৷ আসলে আমি বিদ্যাসাগরের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ৷ তাঁর যে আধুনিক ভাবনা, কুসংস্কার মুক্ত চিন্তা, নারী শিক্ষায় তাঁর বিশেষ উদ্যোগ, এই ভাবনাগুলি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে সেটাই আমি চেয়েছিলাম ৷’’