পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা সংক্রমণের জন্যই আসানসোলে উড়ালপুলের কাজে বিলম্ব, বললেন বাবুল সুপ্রিয় - কুমারপুরে নির্মীয়মান উড়ালপুল

কুমারপুরে নির্মীয়মাণ উড়ালপুল পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি এই কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন ৷

babul supriyo
বাবুল সুপ্রিয়

By

Published : Oct 6, 2020, 6:45 PM IST

Updated : Oct 6, 2020, 7:02 PM IST

আসানসোল, 6 অক্টোবর :পুরোনো GT রোডের উপর কুমারপুরে নির্মীয়মাণ উড়ালপুল পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ দুপুরে তিনি এই নির্মীয়মাণ উড়ালপুল পরিদর্শন করেন। কোরোনা পরিস্থিতিতে কাজের গতি কমে এলেও তিনি জানান, দ্রুত এই কাজ শেষ করে দেওয়ার চেষ্টা চলছে ।


আসানসোলবাসীর কাছে যন্ত্রণার ছিল কুমারপুরের রেললাইন। IISCO কারখানার কাঁচামাল আনা এবং মাল সরবরাহ করার জন্য এই রেললাইনটি ব্যবহৃত হয়। কারখানার মালগাড়ি এলেই ব্যাপক যানজটের তৈরি হত। সারা দিনে 5-6 বার রেলগেটে প্রায় এক থেকে দেড় ঘণ্টা করে যানজট তৈরি হত। অতীতে অ্যাম্বুলেন্স আটকে যাওয়া থেকে শুরু করে রোগীর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে এই রেলগেটের জন্য। আসানসোলবাসীর বহুদিনের দাবি , এই রেলগেটের উপর একটি উড়ালপুল করার ৷ কারণ এর ফলে যানজটের সমস্যার সমাধান হবে।

বাবুল সুপ্রিয়

বিষয়টি জানতে পেরে উদ্যোগী হন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। রেল এবং SAIL-কে অনুরোধ করেন এই উড়ালপুলটি তৈরি করার জন্য। এরপর এই উড়ালপুলের কাজ শুরু হয়। মোট 59 কোটি টাকা ব্যয়ে এই উড়ালপুল তৈরি হবে। রেল সূত্রে জানা গেছে 2018 সালের সেপ্টেম্বরে এই উড়ালপুলের কাজ শুরু হয়। কাজের গতিও ঠিকঠাক চলছিল। কিন্তু কোরোনা পরিস্থিতিতে কাজ প্রায় বন্ধ হয়ে যায়। আনলক পর্ব শুরু হতে পুনরায় কাজ চালু হয়েছে। কিন্তু আগের গতিতে এখনও পর্যন্ত কাজ হয়নি। ফলে কাজ শেষ হতে দেরি হচ্ছে। আজ বাবুল সুপ্রিয় এই রেল সেতু পরিদর্শন করে জানান, খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। উড়ালপুলের কাজ শেষ হয়ে গেলেই এখানকার স্থানীয় ব্যবসায়ীদের পুনর্বাসনের দিকটি দেখা হবে। এছাড়াও এই উড়ালপুল করতে গিয়ে বেশ কয়েকটি গাছ কাটা হয়েছিল । তিনি আরও বলেন, "যেহেতু আমি দপ্তরেই আছি ,তাই খুব দ্রুত গাছ লাগানো হবে ।"

Last Updated : Oct 6, 2020, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details