রানীগঞ্জ (আসানসোল), 12 অক্টোবর : মহাসপ্তমীর সকালে আসানসোলের রানীগঞ্জে 60 নম্বর জাতীয় সড়কের তারবাংলা মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন ৷ এ দিন সকালে স্থানীয়রা ব্যাঙ্কের ভিতর থেকে আগুন বের হতে দেখেন ৷ তারাই দ্রুত দমকলে ও পুলিশকে খবর দেয় ৷ জানা গিয়েছে, আজ সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায় ৷
ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার জানিয়েছেন, পুজোর ছুটি পড়ে যাওয়ায় গতকাল রাত 10টা পর্যন্ত ব্যাঙ্কের কর্মীরা কাজ করছিলেন ৷ আজ সকালে তিনি আগুন লাগার খবর পান ৷ ব্যাঙ্কের পাশেই একটি চায়ের দোকান রয়েছে ৷ সেই দোকানদারই ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করে খবর দেন ৷ খবর পেয়ে তিনি তড়িঘড়ি ব্যাঙ্কে চলে আসেন ৷ তবে, কীভাবে আগু লেগেছে তা এখনও জানা যায়নি ৷