পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বেআইনি কয়লার বখরা নিতে এসে অশান্তির জেরে মারামারি - বেআইনি কয়লার বখরা নিতে এসে মারামারি

রাজা নামে জনৈক কয়লা মাফিয়ার কাছে পাওনা টাকা আদায় করতে গেলে আক্রান্ত হতে হলো তিন কর্মচারীকে ৷ আহতদের অভিযোগ, রানিগঞ্জে বেআইনি কয়লা সিন্ডিকেটে কাজ করে বেশ কিছু দিন ধরে কোনও পাওনার টাকা পায়নি সেখানকার বেশ কয়েকজন কর্মচারী ৷ আজ 'বসে'র বাড়ির খোঁজে রানিগঞ্জ থেকে কয়েকজন কুলটিতে পৌঁছালে দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় ৷ আহতদের উদ্ধার করে পুলিশ ৷

illegal coal
কয়লার বখরা নিতে এসে অশান্তির জেরে মারামারি

By

Published : Jan 9, 2021, 9:04 PM IST


কুলটি, 9 জানুয়ারি : বেআইনি কয়লা নিয়ে একদিকে যখন সিবিআই হানা চলছে, তখন কয়লার বখরা নিয়ে অশান্তির জেরে মারামারির ঘটনা ঘটল কুলটিতে। পুলিশ এই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজ দুপুরে রানিগঞ্জ থেকে একদল যুবক বাইক নিয়ে কুলটি এলাকায় পৌঁছায়। তারা জনৈক কয়লা মাফিয়া (তাদের ভাষায় 'বস') রাজার খোঁজ করছিল। অভিযোগ সেই সময় রাজার অনুগামীরা এলাকায় পৌঁছে তাদের মারধর করে। ভাঙচুর করা হয় একটি মোটর সাইকেলও। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে দুই পক্ষই গা ঢাকা দেয়।

তবে আহত তিনজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন দয়াল বাউরি পুলিশের গাড়িতে বসেই জানায়, "আমরা রানিগঞ্জে বেআইনি কয়লা সিন্ডিকেটে কাজ করতাম। বেশ কয়েকমাস ধরে আমরা টাকা পাচ্ছি না। সেই কারণে আজ বসের বাড়ি খুঁজতে এসেছিলাম। শুনেছিলাম বসের বাড়ি গেলে টাকা পাওয়া যাবে। কিন্তু এখানে আমাদের মারধর করা হয়।" পুলিশ আহত তিনজনকে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। তারা ঠিক কি কারণে এসেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন :ইলামবাজারে বাইকে আগুন ধরিয়ে বিজেপির মহিলা নেত্রী সহ তিনজনকে মারধর

আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (ওয়েস্ট) বিশ্বজিৎ মাহাত বলেন, "কি কারণে অশান্তি তা জানি না। নিজেদের মধ্যে অশান্তি হয়েছে বলে জেনেছি। বড় কিছু ঘটনা নয়।" বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details