পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুপারিশ ছাড়া মিলবে না ICU, রোগীর মৃত্যু জেলা হাসপাতালে - Burdawan

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার আসানসোল জেলা হাসপাতাল ৷

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার আসানসোল জেলা হাসপাতাল ৷

By

Published : Sep 15, 2019, 7:02 PM IST

Updated : Sep 15, 2019, 7:07 PM IST

আসানসোল, 15 সেপ্টেম্বর : নামী কোনও ব্যক্তিকে দিয়ে সুপারিশ করালে তবেই মিলবে ICU। নইলে রোগীকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে ৷ এমনই মন্তব্য করার অভিযোগ উঠল আসানসোল জেলা হাসপাতালে এক চিকিৎসকের বিরূদ্ধে । শেষ পর্যন্ত ওই রোগীর মৃত্যু হয় । ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা । আজ দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় আসানসোল জেলা হাসপাতালে ।

আসানসোলের ইসমাইল এলাকার বাসিন্দা বুলা বাউড়ি (54) গতকাল জ্বর নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন । হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পর বলেন, হার্নিয়ার কারণে অস্ত্রোপচার করতে হবে । এরপর তাঁকে সার্জিক্যাল ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় । অভিযোগ, চিকিৎসক রোগীকে দেখেননি ।

আজ সকালে রোগীর পরিবারের সদস্যদের চিকিৎসক বলেন, সংক্রমণ ছড়িয়ে গিয়েছে রোগীর দেহে । তাঁকে অবিলম্বে ICU-তে রাখতে হবে কিংবা বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে । রোগীর পরিবারের সদস্যরা অনুরোধ করেন জেলা হাসপাতালের ICU-তে রোগীকে রাখার জন্য । অভিযোগ, ওই চিকিৎসক রোগীর পরিবারকে বলেন, কোনো নামী ব্যক্তি লিখে দিলে বা সুপারিশ করলে তবেই ICU-তে বেড পাওয়া যাবে । এর কিছুক্ষণ পরেই রোগী মারা যান । আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ইসমাইল এলাকা থেকে দলে দলে লোক এসে হাসপাতালে বিক্ষোভ দেখায় ।

মৃতের ভাই গোরা বাউরি বলেন, ''আমরা গরিব লোক বলে ICU পেলাম না ৷ সামান্য হার্নিয়ার কারণে যদি হাসপাতাল অন্যত্র রেফার করে দেয় তাহলে এই হাসপাতালে কীসের চিকিৎসা হয়? '' রোগীর পরিবারের পক্ষ থেকে ওই চিকিৎসকের শাস্তি দাবি জানিয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপারকে লিখিত অভিযোগ করা হয়েছে ।

Last Updated : Sep 15, 2019, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details