পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা আতঙ্কে রোগীদের একমাত্র ভরসা পৌরনিগমের অ্যাম্বুলেন্স - রাজু রুইদাস

কোরোনা আতঙ্কে রোগী নিতে অস্বীকার করছে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সগুলি ৷ আসানসোলে কোনও ব্যক্তি কোরোনা আক্রান্ত হলে তার একমাত্র ভরসা আসানসোল পৌরনিগমের একমাত্র অ্যাম্বুলেন্সটিই ৷

ambulance
আসানসোল পৌরনিগমের অ্যাম্বুলেন্স

By

Published : Apr 20, 2020, 8:38 PM IST

Updated : Apr 21, 2020, 6:04 PM IST

আসানসোল, 20 এপ্রিল: কোরোনাভাইরাসের মতোই আতঙ্কও ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে ৷ সেই আতঙ্ক ছড়িয়েছে অ্যাম্বুলেন্স চালকদের মধ্যেও ৷ আসানসোল জেলা হাসপাতালে সরকারি কিংবা বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা স্পষ্ট জানিয়েছেন, কোরোনা রোগীকে নিয়ে আসার মতো অ্যাম্বুলেন্স তাদের নয় । কেউ আবার বলছেন, তাদের কাছে অনুমতি নেই কোরোনা রোগীকে বহন করার । তাহলে অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় কী? আসানসোল পৌরনিগমের একটিমাত্র অ্যাম্বুলেন্সই এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে কোরোনা রোগীকে নিয়ে আসার জন্য ।

এখনও পর্যন্ত সরকারিভাবে তথ্যপ্রমাণ না মিললেও সূত্র অনুযায়ী, আসানসোলে এক ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়েছেন এবং সেই রোগীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল আসানসোল পৌরনিগমের অ্যাম্বুলেন্সেই ।

আসানসোলে এখনও পর্যন্ত এমন কোনও অ্যাম্বুলেন্স নেই, যেখানে বিশেষ সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে কোরোনা আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসা যায় । আসানসোল জেলা হাসপাতালে 102 নম্বর ডায়াল করলে অ্যাম্বুলেন্স পরিষেবাগুলি রয়েছে, সেই গাড়ির চালক রাকেশ রায় বলেন, ‘‘আমাদের অ্যাম্বুলেন্সে মূলত প্রসূতি, নবজাতক কিংবা অন্যান্য রোগীদের নিয়ে আসা হয় । আমাদের অ্যাম্বুলেন্স কোরোনা রোগী বহন করতে প্রস্তুত নয় । তবে অন্যান্য রোগীদের নিয়ে আসার ক্ষেত্রে আমাদের কোনও আতঙ্ক নেই । হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জন্য যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা নিয়েছে ।’’

আতঙ্কের কথা স্বীকার করে নিলেও নিজের কাজ থেকে পিছপা হতে চাইছেন না অ্যাম্বুলেন্স অ্যাটেনডেন্ট তৃপ্তি দাস । তিনি জানান, ‘‘সাবধানতা অবলম্বন করেই অন্যান্য রোগীদের নিয়ে আসা হচ্ছে । যদিও রোগীকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তার সম্পূর্ণ কেস হিস্ট্রি দেখে । যদি অন্য কোনও ধরনের লক্ষণ দেখতে পাই, সঙ্গে সঙ্গে উচ্চ আধিকারিকদের জানাই । তারা যেমন বলেন তেমনই ভাবে কাজ করি আমরা ৷’’

আসানসোলের অ্যাম্বুলেন্স চিত্র...

সরকারি অ্যাম্বুলেন্স চালকরা রোগী না নেওয়ার নানা কারণ দেখালেও বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সরাসরি বলছেন তারা কোরোনা রোগী অ্যাম্বুলেন্সে নেবেন না । বেসরকারি অ্যাম্বুলেন্স চালক রাজু রুইদাস বলেন, ‘‘আমাদের মালিকরা শুধুমাত্র স্থানীয় এলাকায় গাড়ি চালাতে বলেছেন, বাইরে যেতে নিষেধ করা হয়েছে আমাদের এবং কোরোনার কোনও লক্ষণ থাকলে সেই সমস্ত রোগীকে অ্যাম্বুলেন্সে চাপাতে নিষেধ করেছে মালিক ।’’

বর্তমানে আসানসোল পৌরনিগমের একটিমাত্র অ্যাম্বুলেন্সেই কোরোনা আক্রান্ত রোগীকে নিয়ে আসা সম্ভব ৷ সংক্রমণ বেড়ে গেলে রোগীরা কীভাবে হাসপাতালে পৌছাবে,সে বিষয়ে প্রশ্ন করা হলে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানান, ‘‘অ্যাম্বুলেন্স চালকদের বোঝানো হচ্ছে। তাঁরা রোগী নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন । আগামী দিনে তেমন কোনও পরিস্থিতির সৃষ্টি হলে নিশ্চয়ই সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সই কোরোনা রোগীকে আনা হবে এবং তা যথেষ্ট সুরক্ষা এবং সাবধানতার সঙ্গেই করা হবে ।’’

Last Updated : Apr 21, 2020, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details