পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কুয়াশার জেরে অন্ডালগামী বিমানের জরুরি অবতরণ কলকাতায় - অন্ডাল

সকাল থেকেই কুয়াশাছন্ন পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল ৷ কুয়াশার কারণে অন্ডালগামী বিমানের জরুরি অবতরণ করানো হয় দমদম বিমানবন্দরে ৷

Emergency landing of aircraft in Kolkata because of fog
কুয়াশার জেরে অন্ডালগামী বিমানের জরুরি অবতরণ কলকাতায়

By

Published : Dec 22, 2019, 10:32 AM IST

Updated : Dec 22, 2019, 11:47 AM IST

দুর্গাপুর, 22 ডিসেম্বর :সকাল থেকেই কুয়াশাছন্ন পশ্চিমবর্ধমানের শিল্পশহর দুর্গাপুর ৷ ঠান্ডায় কাঁপছেন শহরবাসী ৷ কুয়াশার জেরে অন্ডালগামী বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে দমদম বিমানবন্দরে ৷ দেরিতে চলছে দূরপাল্লার অনেক ট্রেন ৷ সকাল 9টা পর্যন্ত বন্ধ বাজারহাট, বেশিরভাগ দোকানপাট ৷

কুয়াশার কারণে দেরিতে চলছে কয়েকটি দুরপাল্লার ট্রেন

কুয়াশার কারণে হায়দরাবাদ থেকে অন্ডালগামী বিমান গতরাতে নামতে পারেনি অন্ডাল বিমানবন্দরে ৷ পরে দমদম বিমানবন্দরে বিমানটির জুরুরি অবতরণ করানো হয় ৷ কুয়াশার প্রভাব পড়েছে রেল চলাচলেও ৷ সকাল থেকে দেরিতে চলছে ডাউন মিথিলা এক্সপ্রেস, ডাউন অমৃতসর এক্সপ্রেসসহ অনেক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন ৷ জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷

কুয়াশার জেরে অন্ডালগামী বিমানের জরুরি অবতরণ

কুয়াশার প্রভাব তো রয়েইছে ৷ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম ৷ তাপমাত্রা আরও কমতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷

Last Updated : Dec 22, 2019, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details