আসানসোল, 22 মার্চ : আসানসোল লোকসভার উপনির্বাচনে জোরকদমে প্রচার শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Election Campaign of Shatrughan Sinha in Asansol Bypoll) ৷ যেখানে আসানসোলের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বিহারীবাবুর বার্তা, তৃণমূল কর্মীদের ভালবাসায় তিনি মন্ত্রমুগ্ধই শুধু নন, তিনি বশীভূতও ৷ পাশাপাশি লোকসভা উপনির্বাচনে জিতে, দিল্লিতে আসানসোলের মানুষের দাবি পেশ করবেন বলেও জানান তিনি ৷
এ দিন শত্রুঘ্ন সিনহা মঞ্চে উঠতেই তাঁর সিনেমার ‘‘জিন্দেগি কা নাম দোস্তি, দোস্তি কা নাম জিন্দেগি’’ গানটি বাজানো হয় ৷ আর তাতেই আবেগে ভেসে যান আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ৷ এদিনের সভায় সরকারি সংস্থার বিলগ্নিকরণের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সরব হন শত্রুঘ্ন সিনহা ৷ পাশাপাশি এফডিআই নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন তিনি ৷
আরও পড়ুন : Shatrughan Sinha exclusive: আমি ইতিহাস সৃষ্টি করতে এসেছি, আত্মবিশ্বাসী শত্রুঘ্ন