পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে চিনের প্রেসিডেন্টের প্রতীকী শবদাহ - আসানসোলের খবর

দেশজুড়ে চিনের পণ্য ও পরিষেবা বয়কট করার যে ডাক উঠেছে, তাতে এবার সামিল হলেন আসানসোলবাসীও ।

India China War
ছবি

By

Published : Jun 18, 2020, 11:10 PM IST

আসানসোল, 18 জুন : চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের প্রতীকী শবদাহ করল আসানসোলের সাধারণ মানুষ । আজ আসানসোলের বার্নপুর রোডে জাতীয় পতাকা ও চিনের রাষ্ট্রপ্রধানের প্রতীকী শবদেহ নিয়ে মিছিল হয় । মিছিলে কোনও দলীয় পতাকা না থাকলেও উপস্থিত ছিলেন বেশ কিছু স্থানীয় BJP কর্মীও । এরপর মিছিল শেষ হয় আসানসোল কোর্ট মোড় এলাকায় । সেখানেই শি চিনপিংয়ের প্রতীকী শবদাহ করা হয় ।

লাদাখে সীমান্তে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত ভারতীয় সেনার 20 জন জওয়ান শহিদ হয়েছেন । এরপর থেকেই গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে । সেই প্রতিবাদের ছায়া এবার এসে পড়ল আসানসোলেও ।

শি চিনপিংয়ের প্রতীকী শবদাহ করা হল আসানসোলে

আসানসোলের বার্নপুর রোডে সাধারণ মানুষ পথে নেমে আসেন । শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতীয় পতাকা নিয়ে তাঁরা মিছিল করেন । শুধু তাই নয়, প্রতিবাদ কর্মসূচির মধ্যে অন্যতম ছিল শি চিনপিংয়ের প্রতীকী শবদাহ করা ।

পাশাপাশি, চিনের পণ্য বয়কট করার ডাকও দেওয়া হয় মিছিল থেকে । শুধুমাত্র, আসানসোলেই না, দেশ তথা রাজ্যের একাধিক প্রান্তে উঠেছে প্রতিবাদের ঢল । গতকালই চিনা পণ্য বর্জনের দাবিতে নন্দীগ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা । ভারতের আমজনতার একটা বড় অংশের মতে, দেশের এই বিরাট বাজারে চিনের পণ্যে ছেয়ে রয়েছে । এইসব পণ্যের ব্যবহার বন্ধ করে অর্থনৈতিক কাঠামোয় আঘাত দেওয়া গেলেই চিন আগ্রাসী নীতি থেকে পিছু হটবে । সেই চিন্তা থেকেই দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠেছে চিনের পণ্য ও পরিষেবা বয়কট করার ডাক । সেই প্রতিবাদে এবার সামিল হল আসানসোলও ।

প্রসঙ্গত, লাদাখে সীমান্ত সংঘর্ষে যে 20 জন জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দুই বঙ্গসন্তান । আজই তাঁদের কফিনবন্দী দেহ রাজ্যে ফিরছে । রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে ।

ABOUT THE AUTHOR

...view details