পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ, আসানসোল পৌরনিগমের ডক্টর অন কল - চিকিৎসকের পরামর্শ

কোরোনা পরিস্থিতিতে অনেকেই হাসপাতালে গিয়ে আউটডোরে চিকিৎসা করাচ্ছেন না। কেউ কেউ আবার সামান্য জ্বর হলেই আতঙ্কে ভুগছেন। লুকাতে চাইছেন। এই সমস্ত পরিস্থিতি থেকে মানুষদের রেহাই দিতে আসানসোল পৌরনিগম এক অভিনব উদ্যোগ নিয়ে এল। "ডক্টর অন কল"।আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান "এবার থেকে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার দুপুর সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত চিকিৎসককে পাওয়া যাবে টেলিফোনের মাধ্যমে। আসানসোল পৌরনিগমের 03412309476 নম্বরে ফোন করলেই চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন বাসিন্দারা।"

doctor on call
ডক্টর অন কল

By

Published : May 6, 2020, 11:49 PM IST

আসানসোল,6মে :এবার ঘরে বসেই মিলবে চিকিৎসকের পরামর্শ। রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধের প্রেসক্রিপশন। সবই হবে টেলিফোনের মাধ্যমে। আসানসোল পৌর নিগমের নতুন উদ্যোগ "ডক্টর অন কল"। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আজ এই প্রকল্পের কথা ঘোষণা করেন।

কোরোনা পরিস্থিতিতে অনেকেই হাসপাতালে গিয়ে আউটডোরে চিকিৎসা করাচ্ছেন না। কেউ কেউ আবার সামান্য জ্বর হলেই আতঙ্কে ভুগছেন। লুকোতে চাইছেন। এই সমস্ত পরিস্থিতি থেকে মানুষদের রেহাই দিতে আসানসোল পৌরনিগম অভিনব উদ্যোগ নিয়ে এল। "ডক্টর অন কল"।

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান "এবার থেকে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার দুপুর সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত চিকিৎসককে পাওয়া যাবে টেলিফোনের মাধ্যমে। আসানসোল পৌরনিগমের 03412309476 নম্বরে ফোন করলেই চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন বাসিন্দারা।"

বাসিন্দারা ফোনেই তাঁদের শারীরিক অসুবিধার কথা চিকিৎসককে জানাতে পারেন এবং চিকিৎসকরা ফোনের মাধ্যমেই তাঁদের ওষুধও বলে দেবেন। আজ এই উদ্যোগের ঘোষণা করলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এর ফলে সাধারণ মানুষের আতঙ্ক দূর হবে।যাঁরা আউটডোরে চিকিৎসা করাতে যেতে পারছেন না তাঁরাও চিকিৎসকের পরামর্শ নিতে পাবেন । বাড়িতে বসেই চিকিৎসা শুরু করতে পারবেন বাসিন্দারা।আসানসোল পৌরনিগমের এই উদ্যোগে দুস্থ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

যারা মূলত সরকারি হাসপাতালে উপর নির্ভরশীল এবং কোরোনা আতঙ্কে সরকারি হাসপাতালে যাচ্ছে না। তারা টেলিফোনের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে কথা বলে রোগের চিকিৎসা নিজের বাড়িতেই শুরু করে দিতে পারবে।

ABOUT THE AUTHOR

...view details