কুলটি, 12 জানুয়ারি : ফের শিরোনামে দিলীপ ঘোষ । কুলটিতে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (BJP National Vice President Dilip Ghosh) প্রচারে আবার বাধা পুলিশের । কোভিড বিধি না মেনে প্রচার করার অভিযোগে কুলটির রামনগরে পুলিশ দিলীপ-সহ বিজেপি নেতাদের বাধা দেয় । এরপরেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় দিলীপ ঘোষ-সহ স্থানীয় বিধায়ক ও বিজেপি নেতাদের (Dilip-Police Clash at Kulti) । শেষে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন দিলীপ ও বিজেপি নেতারা ।
গতকাল দিলীপ ঘোষ আসানসোলে প্রচার কর্মসূচি শুরু করার পর থেকেই বারবার উত্তেজনা বেড়েছে । গতকাল কোভিড বিধি না মেনে প্রচার করার অভিযোগে আসানসোলের 27 নম্বর ওয়ার্ডে তাঁর প্রচারে পুলিশ বাধা দেয় । আজ, মঙ্গলবার আসানসোলের দিলদারনগরে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর । তারপরে কুলটিতে তাঁর প্রচার আটকায় পুলিশ ।
এর পর কুলটির রামনগর গ্রামে দিলীপ ঘোষের প্রচার চলছিল । দুই প্রার্থী-সহ জেলা সভাপতি দিলীপ দে, কুলটির বিধায়ক অজয় পোদ্দার ও বিজেপি নেতারা ছিলেন তাঁর সঙ্গে । গ্রামের প্রচুর মানুষ রাস্তায় নেমে আসেন । প্রচুর কর্মী-সমর্থকরা জুটে যায় । খবর পেয়ে কুলটি থানার পুলিশ আসে ঘটনাস্থলে । মিছিল আটকে তাঁকে স্পষ্ট জানানো হয়, এইভাবে প্রচার করা যাবে না । তর্ক জোড়েন বিজেপি নেতারা । তাঁরা দাবি করেন, 5 জনই আছে প্রচারে । তাঁরা এগোতে চাইলে পুলিশ পথ আটকায় ।