পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilip-Police Clash at Kulti : প্রচারে বাধার মুখে দিলীপ, পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি - বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

আগামী 22 জানুয়ারি আসানসোল পৌরনিগমের ভোট (AMC Election 2022) ৷ তাই মঙ্গলবার কুলটিতে প্রচার করেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ কিন্তু করোনাবিধির কারণে তাঁকে আটকায় পুলিশ ৷ যা নিয়ে ব্যাপক গোলমাল হয় কুলটির রামনগরে (Dilip-Police Clash at Kulti) ৷

dilip ghosh police clash at kulti during amc election 2022 campaign
Dilip-Police Clash at Kulti : ফের প্রচারে বাধা, কুলটিতে দিলীপ ঘোষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

By

Published : Jan 11, 2022, 2:39 PM IST

কুলটি, 12 জানুয়ারি : ফের শিরোনামে দিলীপ ঘোষ । কুলটিতে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (BJP National Vice President Dilip Ghosh) প্রচারে আবার বাধা পুলিশের । কোভিড বিধি না মেনে প্রচার করার অভিযোগে কুলটির রামনগরে পুলিশ দিলীপ-সহ বিজেপি নেতাদের বাধা দেয় । এরপরেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় দিলীপ ঘোষ-সহ স্থানীয় বিধায়ক ও বিজেপি নেতাদের (Dilip-Police Clash at Kulti) । শেষে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন দিলীপ ও বিজেপি নেতারা ।

গতকাল দিলীপ ঘোষ আসানসোলে প্রচার কর্মসূচি শুরু করার পর থেকেই বারবার উত্তেজনা বেড়েছে । গতকাল কোভিড বিধি না মেনে প্রচার করার অভিযোগে আসানসোলের 27 নম্বর ওয়ার্ডে তাঁর প্রচারে পুলিশ বাধা দেয় । আজ, মঙ্গলবার আসানসোলের দিলদারনগরে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর । তারপরে কুলটিতে তাঁর প্রচার আটকায় পুলিশ ।

এর পর কুলটির রামনগর গ্রামে দিলীপ ঘোষের প্রচার চলছিল । দুই প্রার্থী-সহ জেলা সভাপতি দিলীপ দে, কুলটির বিধায়ক অজয় পোদ্দার ও বিজেপি নেতারা ছিলেন তাঁর সঙ্গে । গ্রামের প্রচুর মানুষ রাস্তায় নেমে আসেন । প্রচুর কর্মী-সমর্থকরা জুটে যায় । খবর পেয়ে কুলটি থানার পুলিশ আসে ঘটনাস্থলে । মিছিল আটকে তাঁকে স্পষ্ট জানানো হয়, এইভাবে প্রচার করা যাবে না । তর্ক জোড়েন বিজেপি নেতারা । তাঁরা দাবি করেন, 5 জনই আছে প্রচারে । তাঁরা এগোতে চাইলে পুলিশ পথ আটকায় ।

Dilip-Police Clash at Kulti : ফের প্রচারে বাধা, কুলটিতে দিলীপ ঘোষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

বিজেপি নেতারা বলপূর্বক পুলিশকে ধাক্কা দিয়ে প্রচার করতে এগিয়ে যেতে চাইলে পুলিশ আরও তীব্রভাবে বাধা দেয় এবং তখন দিলীপ ঘোষ-সহ বিজেপি কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান (dilip ghosh police clash at kulti during amc election 2022 campaign) । শেষ পর্যন্ত ওইখানেই রামনগর এলাকার প্রচার শেষ করে বিজেপি ।

আরও পড়ুন :dilip ghosh on asansol municipal corporation election: আসানসোল পৌরবোর্ড দখল করবে বিজেপি, আত্মবিশ্বাসী দিলীপ

দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা 5 জন ছিলাম । দু’জন প্রার্থী, দু’জন বিধায়ক এবং আমি । এতে যদি বিধি লঙ্ঘন হয়, তাহলে বিধি পাল্টে দিতে হবে । এরকম ননসেন্স পুলিশ দিয়ে কিছু হবে না । আসানসোলে তৃণমূল প্রার্থী আমাকে বাধা দিচ্ছে । রাতের বেলায় খেয়েছে । সোজা হয়ে দাঁড়াতে পারছে না । যার পিছনে তিনজন মাত্র লোক সে আমাকে বাধা দিচ্ছে । আসলে তৃণমূল ভয় পেয়েছে । সেই কারণে বারে বারে আমাদের বাধা দেওয়া হচ্ছে । পুলিশ পাঠিয়ে আমাদের আটকানো হচ্ছে। ধাক্কাধাকি হয়েছে ।’’

ABOUT THE AUTHOR

...view details