হীরাপুর, 22 জুলাই: "জয়শ্রীরাম" না বলায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ হীরাপুর থানার বার্নপুর কালাঝরিয়া গ্রামের ঘটনা ৷ আক্রান্তর নাম মহম্মদ ইশরার হোসেন (25) ৷
আক্রান্ত যুবক আসানসোলের মুসুদ্দি মহল্লার বাসিন্দা ৷ পেশায় ফেরিওয়ালা ওই যুবক বলেন, আজ দুপুরে বার্নপুরের কালাঝরিয়া এলাকায় তিনি চাদর ফেরি করতে যান৷ সেই সময়, বাইকে চারজন যুবক এসে তাঁর পথ আটকায় ৷ ইশরার অভিযোগ, ওই চার যুবক তাঁকে "জয়শ্রীরাম" বলার জন্য জোর করে ৷ কিন্তু বলতে অস্বীকার করায় ওই চার যুবক তাঁকে বেধড়ক মারধর করে পালিয়ে যায় ৷