আসানসোল, 8 অক্টোবর : দুর্গাপুজো এবং তার পরে অন্যান্য উৎসবে নারী সুরক্ষায় এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ ৷ উৎসবের মরসুমে আসানসোল-দুর্গাপুরের রাস্তায় নামানো হচ্ছে ‘শক্তি’ বাহিনীকে ৷ মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা প্রতিদিনই বিকেল থেকে রাত পর্যন্ত বাইক এবং স্কুটার নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় টহল দেবেন ৷ কোনওরকম বিপদে পড়লে বা সমস্যা হলে, শক্তি বাহিনীকে পাশে পাবেন আসানসোল-দুর্গাপুরের মহিলারা ৷
আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের মস্তিষ্কপ্রসূত এই ‘শক্তি’ বাহিনী ৷ তবে, শুধু উৎসবেই নয় আগামী দিনেও এই শক্তি বাহিনীর গাড়ি এবং কর্মীদের সংখ্যা বাড়িয়ে আসানসোল-দুর্গাপুরের মহিলাদের সুরক্ষা আরও সুদৃঢ় করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ৷ তিনি জানিয়েছেন, মহিলাদের সমস্যার কথা মহিলারাই বিশেষ করে বুঝতে পারবেন ৷ আর তাই এবার থেকে শহরে টহল দেবে মহিলা পুলিশ ৷ স্কুটিতে দু’জন করে মহিলা পুলিশ শহরের বিভিন্ন অলিগলিতে টহল দেবেন ৷ পাশাপাশি থাকছেন বাইক নিয়ে সিভিক ভলান্টিয়াররাও ৷