আসানসোল, 10 ফেব্রুয়ারি : গ্রামের ভিতরে ঝকঝকে রাস্তা । রাস্তা রয়েছে দামোদর নদীর তীরে মানিকেশ্বর শ্মশানে যাওয়ার জন্যও । কিন্তু শহর থেকে বিচ্যুত এই গ্রাম । কারণ রাস্তা নেই ৷ রাস্তার কারণেই গত বছর কুড়ি ধরে আসানসোল পৌরনিগমের 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিনোদবাঁধ গ্রাম আসানসোলের থেকে বিচ্যুত হয়ে আছে । ইস্কো বাইপাস রাস্তার রানিসায়ের মোড় থেকে বেজডি হয়ে বিনোদবাঁধ গ্রামে যাওয়ার সাড়ে তিন কিলোমিটার রাস্তা গত কুড়ি বছরের বেশি সময় ধরে সংস্কার হয়নি । তাই গ্রামে ঢোকে না কোনও গাড়ি । কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘুরপথে নিয়ে যেতে হয় হাসপাতালে ৷ পেরোতে হয় অনেকটা রাস্তা ৷ আসানসোল পৌরনিগমের সব রাজনৈতিক দলেরই এবারের নির্বাচনের ইস্যু বিনোদবাঁধের এই রাস্তা (Asansol municipal election 2022 Issues) ।
আসানসোল পৌরনিগমের 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিনোদবাঁধ, সালনি, জুনুট গ্রাম । এই গ্রামগুলি একেবারে প্রান্তিক এলাকায় দামোদর নদীর ধারে অবস্থিত ৷ কিন্তু চিরকালই অবহেলিত এই গ্রামগুলি । কুলটি পৌরসভার অন্তর্গত থাকাকালীন এই অঞ্চলের কাউন্সিলর ছিলেন সিপিআইএমের প্রিয়ব্রত সরকার । আসানসোল বৃহত্তর পৌরনিগম গঠনের পর 2015 সালে সেই প্রিয়ব্রত সরকারই পুনরায় নির্বাচিত হয়েছিলেন 99 নম্বর ওয়ার্ড থেকে । গত বছর পনেরো তিনি কাউন্সিলর থাকলেও শাসকদলের অভিযোগ, সিপিএম কাউন্সিলর রাস্তা তৈরির ব্যাপারে কোনও উদ্যোগ গ্রহণ করেননি । তৃণমূলের বর্তমান প্রার্থী রবিলাল টুডু বলেন, "গত প্রায় কুড়ি বছর ধরে এই রাস্তা খারাপ ৷ কিন্তু সিপিএম কাউন্সিলর প্রিয়ব্রত সরকার রাস্তা তৈরি করার জন্য চেষ্টা করেনি । কোভিড পরিস্থিতি পেরোলে আমরা এডিডিএ (আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি) থেকে এই রাস্তা তৈরি করব ।"