আসানসোল, 31 ডিসেম্বর : ভেঙে গেল দীর্ঘ 39 বছরের পুরনো প্রথা । পৌরভোটের কারণে এবার নির্ধারিত সময়ের আগেই অনু্ষ্ঠিত হতে চলেছে আসানসোল বইমেলা (Date of book fair and asansol utsab changed due to municipal corporation election) ৷ নিয়মমাফিক আগামী 14 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত বইমেলা হওয়ার কথা ছিল । কিন্তু 22 জানুয়ারি আসানসোল পৌরভোট ৷ সেই কারণেই এবার বাতিল করা হল বইমেলা । একইসঙ্গে স্থগিত করা হয়েছে আসানসোল উৎসবও । ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আসানসোল উৎসব ।
গত কয়েকবছর ধরে আসানসোলে সরকারিভাবেও বইমেলার আয়োজন হচ্ছে । কিন্তু আসানসোলবাসীর প্রাণের উৎসব যুব শিল্পী সংসদের আয়োজিত বইমেলা । এবছর তা 40তম বর্ষে পা দিতে চলেছে । প্রতিবছর জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার থেকে এই বইমেলা শুরু হয় । এবছরও তেমনই চলছিল প্রচার প্রস্তুতি । 14 জানুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা ছিল এবং তা শেষ হত 23 জানুয়ারি । কিন্তু পৌরভোটের ঘোষণার পরই সব ওলটপালট হয়ে যায় ।