পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Minakshi on TMC Leader : ক্রিম মাখলেও ফর্সা হবেন না তৃণমূল নেতারা : মিনাক্ষী - minakshi dasu political fight

ক্রিম মাখলেও ফর্সা হবেন না দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল নেতারা ৷ বৃহস্পতিবার আসানসোলে ভোট প্রচারে এসে শাসকদলকে এভাবেই কটাক্ষ করলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় (minakshi slams tmc) ।

cpim
ক্রিম মাখলেও ফর্সা হবেন না তৃণমূল নেতারা

By

Published : Feb 3, 2022, 5:19 PM IST

Updated : Feb 3, 2022, 5:47 PM IST

আসানসোল, 3 ফেব্রুয়ারি: পুর নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ । জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা । সেইসঙ্গে নিজেদের নির্বাচনী কেন্দ্রের মাটি শক্ত করতে বিরোধী দলকে আক্রমণ করতে বাদ রাখছেন না । ভোট প্রচারে এসেই তৃণমূল নেতারা দুর্নীতিতে ডুবে আছে বলে কটাক্ষ করেন আসানসোলের বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় (minakshi slams tmc) ।

আরও পড়ুন:WB Civic Poll 2022 : রাজ্যের বাকি 108 পৌরসভায় ভোট 27 ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি জারি কমিশনের

বৃহস্পতিবার প্রচার সভা থেকে স্থানীয় তৃণমূল নেতাদের এক হাত নেন এই বাম যুবনেত্রী (minakshi dasu political fight) । এদিন আসানসোল পৌর নির্বাচনের বাম প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন তিনি । সেই সভাতেই রাজ্যের শাসকদলের নেতাদের কটাক্ষ করেন । এই সভাতেই বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "আমরা কোনও বিরোধী পক্ষের নেতা কর্মীদের আঘাত দিতে চাই না । পুলিশের ভয় যদি না থাকে, আর সামাজিক প্রকল্প কেটে দেবে এই ভয় যদি না থাকে তাহলে বুকে হাত দিয়ে বলুন তোমাদের মিছিলে লোক হবে না ।" এই সভাতেই ভোটের দিন বুথ দখল নিয়েও আশঙ্কা প্রকাশ করেন এই বাম যুবনেত্রী । তিনি জানান, ভোটের দিন বুথ দখল করতে এলে মা বোনেরা কোমরে আঁচল গুঁজে নিন । বাড়িতে হাতা খুন্তি আছে । যদি বুথ দখল করতে আসে তাহলে হাতা খুন্তি দিয়ে বুথ আগলে রাখুন । দুর্নীতি প্রসঙ্গেই মিনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেন, "আমার রঙ কালো আর আমি ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপন করছি । গালে কেন, রুটিতে মাখিয়ে খেলেও তৃণমূল নেতাদের রঙ ফর্সা হবে, যতটা দুর্নীতিতে আসানসোল পৌরনিগম ডুবে আছে ।"

ক্রিম মাখলেও ফর্সা হবেন না তৃণমূল নেতারা : মিনাক্ষী

আরও পড়ুন:AMC Election 2022 : প্রচারের ফাঁকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নাচ তৃণমূল প্রার্থীর

মিনাক্ষী মুখোপাধ্যায়ের কথার রেশ ধরেই আসানসোল পৌরনিগমের ১০৬টি ওয়ার্ডের তৃণমূলের আহ্বায়ক ভি শিবদাসন দাশু বলেন "ওনার বয়স কত, বামেদের শাসনকালে উনি দু-তিন বছরের বাচ্চা ছিলেন। উনি আবার কি ইতিহাস জানেন। আর ফেয়ার এন্ড লাভলি ওনার দরকার। উনি মেয়ে তো ।"

Last Updated : Feb 3, 2022, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details