পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Salim Slams Mamata : রথের দিন মমতার বলা কথা উল্টোরথে পালটে যাবে, কটাক্ষ সেলিমের

শনিবার আসানসোল থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) দাবি করেন, তৃণমূল ছেড়ে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সম্মিলিত বিরোধী প্রার্থী ৷

CPIM Leader Md Salim Slams Mamata Banerjee on Presidential Election 2022
Salim Slams Mamata : রথের দিন মমতার বলা কথা উল্টোরথে পালটে যাবে, কটাক্ষ সেলিমের

By

Published : Jul 2, 2022, 8:00 PM IST

আসানসোল, 2 জুলাই : রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Elections 2022) যশবন্ত সিনহাকে সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে দাবি করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) । শুধু তাই নয়, সেলিম দাবি করেন যে সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হওয়ার জন্যই উনি তৃণমূল থেকে পদত্যাগ করেছেন ।

শনিবার আসানসোলে একটি সভা উপলক্ষে এসেছিলেন যশবন্ত সিনহা (Presidential Election Candidate Yashwant Sinha) । তার আগে আসানসোল আপকার গার্ডেন দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করেন সেলিম । সেখানে তিনি কটাক্ষ করেন, "মুখ্যমন্ত্রী একাই বলেছেন উনি তৃণমূলের প্রার্থী । অবশ্যই রথের দিন যা বলেছেন, উল্টোরথের দিন তা পাল্টে যাবে ৷ এর আগেও আব্দুল কালামের সময় আমরা তা দেখেছি ।''

Salim Slams Mamata : রথের দিন মমতার বলা কথা উল্টোরথে পালটে যাবে, কটাক্ষ সেলিমের

পাশাপাশি নূপুর শর্মা (Nupur Sharma) নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) মন্তব্য নিয়ে সেলিম বলেন, ‘‘বিজেপির লজ্জা করা উচিত । নূপুর শর্মা বিজেপির দলীয় মুখপাত্র ছিলেন । নূপুর শর্মা এখানে ব্যক্তি নয় উনি বিজেপির হয়েই টিভি টকশোতে গিয়েছিলেন ।’’ তবে মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘একদিকে আদানিকে যখন অস্ট্রেলিয়া থেকে কয়লা কিনে দেওয়ার ব্যবস্থা করছে মোদি, তখন এই নূপুর শর্মার ঘটনা আসলে মানুষের চোখ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্যই করা হয়েছে ।’’

সম্প্রতি সিপিআইএমের গঠনতন্ত্রে সংশোধন আনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে গার্হস্থ্য হিংসার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, তাহলে সেই ব্যক্তির সদস্য পদ বাতিল করা হবে, তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে । এই বিষয়ে শুক্রবার মহম্মদ সেলিম বলেন, ‘‘এটা আগে ছিল না । কিন্তু এখন প্রয়োজন হয়ে পড়েছে । লিঙ্গের ভেদাভেদ এবং গৃহবিবাদে যদি আমাদের কোনও দলীয় কর্মী-নেতা যুক্ত থাকেন, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে । তাঁর বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।’’

আরও পড়ুন :Adhir-Sujan Slam Mamata: রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে নিয়ে মমতার মন্তব্যের কড়া নিন্দা অধীর-সুজনের

ABOUT THE AUTHOR

...view details