আসানসোল, 4 এপ্রিল : ঝাড়খণ্ডের এক ব্যক্তি কোরোনায় আক্রান্ত হওয়ায় এবার সেই যোগসূত্র চলে এল আসানসোলের মানচিত্রে । ঝাড়খণ্ডের হাজারিবাগ এলাকার কোরোনা আক্রান্ত ওই ব্যক্তি আসানসোলের একটি ট্রান্সপোর্ট সংস্থায় কাজ করেন । ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য বিভাগ তাঁর পাঁচ সহকর্মীকে চিহ্নিত করেছে । তাঁদের মধ্যে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে । একজনকে প্রশাসনিক কোয়ারানটাইনে রেখে নজরদারি চালানো হচ্ছে । বাকি একজনকে হোম কোয়ারানটাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।
সহকর্মী কোরোনা পজ়িটিভ, আসানসোলে প্রশাসনের নজরে 5
ঝাড়খণ্ডের কোরোনা আক্রান্ত ব্যক্তি কাজ করেন আসানসোলের একটি ট্রান্সপোর্ট সংস্থায় । তাঁর পাচ সহকর্মীকে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ । তাঁদের মধ্যে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে ।
আসানসোলের NSB রোডে অবস্থিত একটি ট্রান্সপোর্ট সংস্থায় কাজ করেন ঝাড়খণ্ডের ওই বাসিন্দা । লকডাউন ঘোষণা হতেই কাজ বন্ধ হয়ে যায় । 29 মার্চ তিনি হাজারিবাগে চলে যান । সেখানে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন । এরপর হাজারিবাগ মেডিকেল কলেজে তাঁকে ভরতি করা হয় । 31 মার্চ পরীক্ষায় জানা যায়, 52 বছর বয়সি ওই ব্যক্তি কোরোনা আক্রান্ত । খবর আসে আসানসোল জেলা প্রশাসনের কাছে । এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন । গতকাল ওই ব্যক্তির সহকর্মী তথা ওই ট্রান্সপোর্ট সংস্থার পাঁচজন কর্মীকে চিহ্নিত করে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।
আসানসোলের অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি জানান, "কোরোনা আক্রান্ত ওই ঝাড়খণ্ডবাসীর সংস্পর্শে এসেছিলেন তাঁর তিন সহকর্মী । তাঁদের আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে । একজনকে প্রশাসনিক কোয়ারানটাইনে রাখা হয়েছে । অন্যজনকে হোম কোয়ারানটাইনে রাখা হয়েছে । গোটা এলাকাকে স্যানিটাইজ় করা হচ্ছে । প্রশাসন নজর রেখেছে । এখনও জেলায় কেউ কোরোনা আক্রান্ত নেই ।" আইসোলেশনে থাকা ওই তিনজনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হবে আজ । পাশাপাশি দুর্গাপুর থেকে আরও একজনকে গতকাল আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে । তাঁর সোয়াবের নমুনাও আজ পাঠানো হবে বেলেঘাটা ID-তে ।