পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অসুস্থ যাত্রীকে কোরোনায় আক্রান্ত সন্দেহে নামানো হল ট্রেন থেকে - coronavirus panic

সামান্য অসুস্থ এক রাজমিস্ত্রিকে কোরোনা সন্দেহে ট্রেন থেকে নামানোর চেষ্টা অন্য যাত্রীদের। শেষমেশ অন্ডাল স্টেশনে রেলপুলিশ ডেকে নামিয়ে দিলে তাকে রেলের মেডিক্যাল টিম এসে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।

coronavirus news
কোরোনায় আক্রান্ত সন্দেহে নামিয়ে দিল ট্রেন থেকে

By

Published : Mar 18, 2020, 11:36 PM IST

Updated : Mar 19, 2020, 8:19 AM IST

দুর্গাপুর,18 মার্চ : সামান্য অসুস্থ এক রাজমিস্ত্রিকে কোরোনা সন্দেহে ট্রেন থেকে নামানোর চেষ্টা অন্য যাত্রীদের। শেষমেশ অন্ডাল স্টেশনে রেলপুলিশ ডেকে নামিয়ে দিলে তাকে রেলের মেডিক্যাল টিম এসে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেস ধরে বীরভূমের সিউড়িতে নিজের বাড়ি ফিরছিল সোহেল মির্জা (৩২ বছর) নামের ওই রাজমিস্ত্রি। বীরভূমের সিউড়ির বাসিন্দা সোহেল মির্জ্জা চেন্নাই-এ রাজমিস্ত্রি র কাজ করে। সে গত তিনদিন আগে অসুস্থ হলে তার সহকর্মীরা এবং তার সিউড়িতে থাকা পরিবারের লোকেরা বাড়ি ফিরে আসার কথা বলে। সে উঠে পড়ে চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেসে।

কোরোনায় আক্রান্ত সন্দেহে নামানো হল ট্রেন থেকে

সংরক্ষিত টিকিট না কেটে সে সাধারণ কোচে উঠে পড়ে ট্রেনে। এবার অসুস্থ থাকা সোহেলকে দেখে অন্য যাত্রীরা সমানে তাঁকে ট্রেন থেকে নামানোর চেষ্টা চালায়। বিশেষ করে আসানসোল ও রাণীগঞ্জ স্টেশনে তাঁকে ট্রেন থেকে জোর করে নামানোর চেষ্টা চালায় কয়েকজন বলে দাবি সোহেলের । এরপরে অন্ডাল স্টেশনে ট্রেন আসার পরেই অন্য যাত্রীরা রেলপুলিশের কাছে আর্জি জানায় যে সোহেলকে ট্রেন থেকে নামাতে হবে।

Last Updated : Mar 19, 2020, 8:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details