আসানসোল, 21 জানুযারি : দলের মধ্যে অসম্মানিত হওয়ার অভিযোগ তুলল তৃণমূলের শিক্ষক সংগঠন । তৃণমূলের জেলাস্তরের বৈঠকে তৃণমূল শিক্ষা সেলের কোনও নেতা ডাক পাননি বলে অভিযোগ তৃণমূল শিক্ষক সেলের সদস্যদের । দলের জেলা কো-অর্ডিনেটর ভি শিবদাশন দাশুর ফেসবুক প্রোফাইলে ঢুকে একের পর এক পোস্ট দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সংগঠনের সদস্য শিক্ষকরা ৷ যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ স্বয়ং দাশু ।
গত মঙ্গলবার জেলা স্তরের সাংগঠনিক নেতাদের নিয়ে তৃণমূলের একটি বৈঠক ছিল । তাতে তৃণমূলের মূল সংগঠনের ব্লক সভাপতি, যুব, মহিলা-সহ বিভিন্ন সংগঠনের সভাপতিদের আমন্ত্রণ করা হয়েছিল । কিন্তু ডাক পাননি তৃণমূল শিক্ষক সেলের কোনও নেতা । শিক্ষক সংগঠনের জেলা কো-অর্ডিনেটর ভি শিবদাশন দাশুর ফেসবুক পোস্টের মাধ্যমেই ওই বৈঠকের কথা জানতে পারেন সেলের নেতারা ৷ এরপর ওই পোস্টের নিচে একের পর এক কমেন্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা । সম্প্রতি আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ড থেকে শিক্ষক নেতা অশোক রুদ্রকে অপসারণ করার পরে পশ্চিম বর্ধমান জেলার শিক্ষক সংগঠন রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানিয়েছিল । অনুমান করা হচ্ছে, সেই মিছিলই চক্ষুশূল হয়েছে জেলা নেতাদের । আর সেই কারণেই শিক্ষক সংগঠনের কোনও নেতাকে জেলার বৈঠকে ডাকা হয়নি ।