পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coal Scam Investigation: কয়লা পাচার মামলা, বিকাশ মিশ্রকে হাজিরার নির্দেশ সিবিআই কোর্টের

কয়লা পাচার মামলায় পরপর দুটি তারিখে বিকাশ মিশ্রকে অসুস্থ দেখিয়ে আসানসোল সিবিআই কোর্টে পেশ করা হয়নি (Coal Scam Investigation)। কিন্তু আগামী 29 মার্চ তাকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

bikash mishra
বিকাশ মিশ্রকে হাজিরার নির্দেশ

By

Published : Mar 16, 2022, 2:20 PM IST

কলকাতা, 16 মার্চ: বেআইনি কয়লা পাচার মামলায় পরপর দুটো তারিখে বিকাশ মিশ্রকে অসুস্থ দেখিয়ে আসানসোল সিবিআই কোর্টে পেশ করা হয়নি(Coal Scam Investigation)। বিচারক নির্দেশ দিয়েছেন আগামী 29 মার্চ বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই কোর্টে হাজিরা দিতে হবে। আপাতত এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন বিকাশ মিশ্র বলে জানিয়েছেন তার আইনজীবী সোমনাথ চট্টরাজ। অন্যদিকে লালার 4 সঙ্গীর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

কয়লা পাচার মামলায় ধৃত বিকাশ মিশ্রর জামিন নাকচ করে তাকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে 29 মার্চ হাজির হতে নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই কোর্টের বিচারক। প্রথমে গত 8 মার্চ এবং তারপর 14 মার্চ। দুটি তারিখে আসানসোল সিবিআই আদালতে বিকাশ মিশ্রের মামলার শুনানি ছিল। কিন্তু দুটি তারিখেই তাকে হাজির করানো হয়নি। আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগার থেকে আদালতে বলা হয়, বিকাশ মিশ্র কলকাতায় এসএসকেএমে ভর্তি রয়েছে। তাই তাকে হাজির করানো যায়নি। সোমবার ফের জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেল হাজতের নির্দেশ দিয়েছেন। আগামী 29 মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ও বিকাশ মিশ্রকে সেদিন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানিয়েছেন সোমনাথ চট্টরাজ।

আরও পড়ুন :Coal Scam Investigation : সিবিআই হেফাজত নয়, ফের জেল হেফাজতে অসুস্থ বিকাশ মিশ্র

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে প্রথম দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল। বেশ কয়েকবার শুনানি ও সিবিআই হেফাজতের পর বিকাশ মিশ্রের জেল হেফাজত হয়। বিকাশ মিশ্রর জেল হাজতে থাকার 90 দিনের মেয়াদ গত 7 মার্চ শেষ হয়েছে। সেই কারণ দেখিয়ে গত 8 মার্চ এবং 14 মার্চ তার আইনজীবী তাকে জামিন দেওয়ার আবেদন সিবিআই আদালতে করেছিলেন। 8 মার্চের মতো 14 মার্চেও সেই জামিনের আবেদন নাকচ হয়েছে।

অন্যদিকে, কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার 4 সহযোগী জয়দেব মণ্ডল, নীরদবরণ মণ্ডল, গুরুপদ মাজি ও নারায়ণ নন্দার জামিনের মেয়াদ বাড়ল। চারজনের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, "আগামী 18 এপ্রিল পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। সেদিন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক।"

ABOUT THE AUTHOR

...view details