কলকাতা, 16 মার্চ: বেআইনি কয়লা পাচার মামলায় পরপর দুটো তারিখে বিকাশ মিশ্রকে অসুস্থ দেখিয়ে আসানসোল সিবিআই কোর্টে পেশ করা হয়নি(Coal Scam Investigation)। বিচারক নির্দেশ দিয়েছেন আগামী 29 মার্চ বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই কোর্টে হাজিরা দিতে হবে। আপাতত এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন বিকাশ মিশ্র বলে জানিয়েছেন তার আইনজীবী সোমনাথ চট্টরাজ। অন্যদিকে লালার 4 সঙ্গীর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
কয়লা পাচার মামলায় ধৃত বিকাশ মিশ্রর জামিন নাকচ করে তাকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে 29 মার্চ হাজির হতে নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই কোর্টের বিচারক। প্রথমে গত 8 মার্চ এবং তারপর 14 মার্চ। দুটি তারিখে আসানসোল সিবিআই আদালতে বিকাশ মিশ্রের মামলার শুনানি ছিল। কিন্তু দুটি তারিখেই তাকে হাজির করানো হয়নি। আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগার থেকে আদালতে বলা হয়, বিকাশ মিশ্র কলকাতায় এসএসকেএমে ভর্তি রয়েছে। তাই তাকে হাজির করানো যায়নি। সোমবার ফের জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেল হাজতের নির্দেশ দিয়েছেন। আগামী 29 মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ও বিকাশ মিশ্রকে সেদিন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানিয়েছেন সোমনাথ চট্টরাজ।