আসানসোল, 19 সেপ্টেম্বর: যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো এবং বাসচালকের মধ্যে অশান্তি ছড়াল (Asansol Clash)। এক বাসচালককে অটোচালকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে (Clash between Bus and Auto drivers)। আর এই অভিযোগে সপ্তাহের শুরুর দিনেই মিনিবাস ও বাস পরিষেবা বন্ধ করে দেন বাসকর্মীরা । চূড়ান্ত নাকাল হন যাত্রীরা । পাশাপাশি বাসকর্মীরা আসানসোল সিটি বাসস্ট্যান্ডের কাছে অবরোধও করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণ থানার পুলিশ (Asansol Agitation)।
পুলিশ বাসকর্মীদের বুঝিয়ে অবরোধ তোলে । যদিও বাস পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ ছিল । বাসচালকদের অভিযোগ, সিটি বাসস্ট্যান্ডের মুখেই রাস্তার উপরে অটো স্ট্যান্ড করে দিয়েছেন অটোচালকরা । তাঁরা রোজই যাত্রী তোলা নিয়ে অশান্তি করেন । বাসচালকদের মারধর করেন । বাসচালকদের দাবি, তাঁরা শান্তিতে বাস চালাতে চান ।