পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol Clash: বাস-অটোচালকদের অশান্তিতে বন্ধ পরিষেবা, আসানসোলে ভোগান্তিতে যাত্রীরা - আসানসোলে বিক্ষোভ

বাস ও অটোচালকদের অশান্তিতে বন্ধ হয়ে গেল বাস চলাচল (Clash between Bus and Auto drivers)৷ আসানসোলে (Asansol Agitation) সপ্তাহের প্রথম দিনই চরম ভোগান্তিতে পড়লেন যাত্রীরা (Asansol Clash)৷

clash-between-bus-and-auto-drivers-at-asansol
বাস-অটোচালকদের অশান্তিতে বন্ধ পরিষেবা, আসানসোলে ভোগান্তিতে যাত্রীরা

By

Published : Sep 19, 2022, 2:02 PM IST

Updated : Sep 19, 2022, 8:06 PM IST

আসানসোল, 19 সেপ্টেম্বর: যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো এবং বাসচালকের মধ্যে অশান্তি ছড়াল (Asansol Clash)। এক বাসচালককে অটোচালকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে (Clash between Bus and Auto drivers)। আর এই অভিযোগে সপ্তাহের শুরুর দিনেই মিনিবাস ও বাস পরিষেবা বন্ধ করে দেন বাসকর্মীরা । চূড়ান্ত নাকাল হন যাত্রীরা । পাশাপাশি বাসকর্মীরা আসানসোল সিটি বাসস্ট্যান্ডের কাছে অবরোধও করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণ থানার পুলিশ (Asansol Agitation)।

পুলিশ বাসকর্মীদের বুঝিয়ে অবরোধ তোলে । যদিও বাস পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ ছিল । বাসচালকদের অভিযোগ, সিটি বাসস্ট্যান্ডের মুখেই রাস্তার উপরে অটো স্ট্যান্ড করে দিয়েছেন অটোচালকরা । তাঁরা রোজই যাত্রী তোলা নিয়ে অশান্তি করেন । বাসচালকদের মারধর করেন । বাসচালকদের দাবি, তাঁরা শান্তিতে বাস চালাতে চান ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া । তিনি বাসচালকদের পক্ষ নিয়েই বলেন, "রাস্তার উপর অটো স্ট্যান্ড মেনে নেওয়া যায় না । ওটা ওখান থেকে সরাতে হবে । এ নিয়ে উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলব ।"

বাস-অটোচালকদের অশান্তিতে বন্ধ পরিষেবা

আরও পড়ুন:সৌজন্য, আসানসোলের মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির

শেষ পর্যন্ত বেলা 11টার পর পুলিশ ও তৃণমূল নেতাদের মধ্যস্থতা ও আশ্বাসে ধীরে ধীরে বাস চলাচল শুরু হয়েছে ।

Last Updated : Sep 19, 2022, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details