আসানসোল, 28 সেপ্টেম্বর: পুজো উপলক্ষে বীজ পোঁতা হয়েছিল মণ্ডপ ঘিরে । সেই বীজ থেকে শুধু গাছই হয়নি, তা আজ রীতিমতো ফলন দিচ্ছে । চিত্তরঞ্জন (Chittaranjan) 6-এর পল্লীর দুর্গাপুজোর থিম এবার এমনই অভিনব । তবে শুধুই থিম পুজো বললে ভুল হবে ৷ এই পুজো ঘিরে গত চার মাস ধরে উদ্যোক্তাদের যে অক্লান্ত পরিশ্রম ও কর্মযজ্ঞ, তাতে আজ সবুজের সমারোহ রেল শহর জুড়ে (Durga Puja 2022) ।
আসানসোল থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে হলেও রেল শহর চিত্তরঞ্জনের বেশ কয়েকটি পুজো প্রতিবারই নজর কাড়ে ৷ 6-এর পল্লীর পুজো প্রতি বছর থিমেই টেক্কা দেয় । এ বছর তাদের থিম 'সবুজায়ন' । বিশাল এলাকা জুড়ে মণ্ডপ তৈরি হয়েছে গাছ দিয়ে । লাউ, চাল কুমড়ো, ঝিঙে, বরবটি, উচ্ছে, ভেন্ডি, ধান-সহ মোট 11 রকমের ফসলের গাছ রয়েছে 6-এর পল্লীর থিম পুজোয় । রয়েছে কচুরিপানা, ভুট্টা গাছও । এমনকি পাম-ট্রি ও লাল শাকের গাছও রয়েছে । কিন্তু আশ্চর্যের বিষয়, কোনও গাছ বাইরে থেকে আনা হয়নি । গাছগুলি এখানেই বেড়ে উঠেছে ।
চিত্তরঞ্জন 6-এর পল্লী পুজোর উদ্যোক্তা বাপ্পা কুণ্ডু বলেন, "19 জুন এখানে বীজ পোঁতা হয়েছিল । তখন থেকেই এই কর্মযজ্ঞ চলছে। এই গাছ এখানেই বেড়ে উঠেছে । আজ ফসল ফলছে । থিমের পুজোর বাইরেও এত মানুষ জড়িয়ে গেছেন এই উদ্যান পালনে, এটাই বড় সাফল্য ।" ক্লাব সদস্য, স্থানীয় মানুষ ছাড়াও 4 জন চাষি গত 4 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছেন । নিয়মিত জল ও ওষুধ দেওয়া, সার দেওয়া, পরিচর্যা করা । ধীরে ধীরে গোটা এলাকা উদ্যানের চেহারা নিয়েছে ।