পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol Municipal Corporation: সৌজন্য, আসানসোলের মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির

সৌজন্যের সাক্ষী থাকল আসানসোল পৌরনিগম (Asansol Municipal Corporation) ৷ মেয়র বিধান উপাধ্যায়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির (Chaitali Tiwari greets Asansol Mayor) ৷

asansol municipal corporation
ETV Bharat

By

Published : Sep 6, 2022, 11:04 PM IST

আসানসোল, 6 সেপ্টেম্বর: আসানসোলের রাজনীতিতে এযাবৎকালের সবচেয়ে বড় সৌজন্যের ছবি দেখা গেল মঙ্গলবার বিকেলে । জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে ফুলের তোড়া, উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেলেন । তাঁর সঙ্গে ছিলেন আসানসোল পৌরনিগমের সমস্ত বিজেপি কাউন্সিলররা (Chaitali Tiwari greets Asansol Mayor) ।

আসানসোল পৌরনিগমে নতুন পৌরবোর্ড (Asansol Municipal Corporation) গঠন হওয়ার পর বারেবারে পৌরনিগমের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি । বিভিন্ন দফতরে চিঠি দিয়ে, এমনকি আদালতে মামলা করেও তিনি আসানসোল পৌরনিগমের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন । কিন্তু মঙ্গলবার বিকেলে দেখা গেল এক অন্য চিত্র ।

আরও পড়ুন: ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক কুণাল ঘোষ

এদিন চৈতালি তিওয়ারি সমস্ত বিজেপি কাউন্সিলরদের নিয়ে এসে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে (Asansol Mayor Bidhan Upadhyay) শুভেচ্ছা জানিয়ে যান । তাঁদের তরফে মেয়রকে ফুলের তোড়া, কাঠের তৈরি শিল্প সামগ্রী উপহার দেওয়া হয় ৷ এরপর বিধান উপাধ্যায় বিজেপি কাউন্সিলরদের সঙ্গে একটি বৈঠকও করেন ৷

এদিনের এই সাক্ষাৎ প্রসঙ্গে চৈতালি তিওয়ারি বলেন, "শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতেই আসা । অন্য কোনও বিষয় নয় । উনি মেয়র হয়েছেন সেই কারণেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে গেলাম । আজ বিরোধিতা বা অন্য কোনও প্রসঙ্গ নয় । আজকে শুধু মাত্রই সৌজন্য সাক্ষাৎ। খুব ভালো ব্যবহার পেয়েছি মেয়রের কাছ থেকে । উনি সুস্থ থাকুন ।" একই সুরে কথা বলেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ও তিনি বলেন, "আমার কাছে ওনারা এসেছিলেন মেয়র হিসেবে আমাকে শুভেচ্ছা জানাতে ৷ খুব ভালো লেগেছে আমার ।"

ABOUT THE AUTHOR

...view details