আসানসোল, 11 ফেব্রুয়ারি : বাবুল সুপ্রিয়র উদ্যোগে কেন্দ্রীয় সহায়তা হাতি আক্রমণে মৃত মহিলার পরিবারকে । বাবুল সুপ্রিয়র প্রতিনিধিদল জেলা বন আধিকারিকের দপ্তরে এই ক্ষতিপূরণ তুলে দেন মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।
28 জানুয়ারি সকালে দামোদর ডিঙিয়ে হিরাপুর এলাকায় ঢুকে পড়ে একটি দাঁতাল । সে কালাঝরিয়া গ্রামে অলকা বাউরি নামে এক মহিলাকে পিষে মেরে ফেলে । শুধু তাই নয়, ওই দিন সন্ধ্যাবেলা ইসমাইল এলাকার গুরুনানক পল্লিতে রামু যাদব নামে আর একজনকেও পিষে দেয় ওই হাতিটি । হাতির আক্রমণে পরপর দু'টি মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় আসানসোলে ৷ শেষ পর্যন্ত ওই দিন রাতে আসানসোলের মহিশিলা কলোনির সানভিউ পার্কে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় হাতিটিকে । নিয়ে যাওয়া হয় পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় ।