পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উদ্যোক্তা বাবুল, হাতির আক্রমণে মৃত মহিলার পরিবারকে সহায়তা - Asansol

আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রীয় সরকারের এককালীন 2 লাখ টাকা তুলে দেওয়া হয় মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।

Babul Supriyo
চেক তুলে দেওয়া হল হাতি আক্রমণে মৃতার পরিবারের হাতে

By

Published : Feb 11, 2020, 8:26 PM IST

আসানসোল, 11 ফেব্রুয়ারি : বাবুল সুপ্রিয়র উদ্যোগে কেন্দ্রীয় সহায়তা হাতি আক্রমণে মৃত মহিলার পরিবারকে । বাবুল সুপ্রিয়র প্রতিনিধিদল জেলা বন আধিকারিকের দপ্তরে এই ক্ষতিপূরণ তুলে দেন মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।

28 জানুয়ারি সকালে দামোদর ডিঙিয়ে হিরাপুর এলাকায় ঢুকে পড়ে একটি দাঁতাল । সে কালাঝরিয়া গ্রামে অলকা বাউরি নামে এক মহিলাকে পিষে মেরে ফেলে । শুধু তাই নয়, ওই দিন সন্ধ্যাবেলা ইসমাইল এলাকার গুরুনানক পল্লিতে রামু যাদব নামে আর একজনকেও পিষে দেয় ওই হাতিটি । হাতির আক্রমণে পরপর দু'টি মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় আসানসোলে ৷ শেষ পর্যন্ত ওই দিন রাতে আসানসোলের মহিশিলা কলোনির সানভিউ পার্কে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় হাতিটিকে । নিয়ে যাওয়া হয় পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় ।

আরও পড়ুন : আসানসোলে হাতির হামলায় মৃত 2

এই ঘটনার পর মৃত দু'জনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । আজ তাঁরই উদ্যোগে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রীয় সরকারের এককালীন 2 লাখ টাকা তুলে দেওয়া হয় মৃত অলকা বাউরির পরিবারের হাতে ।

প্রতিনিধি দলের সদস্য অরিজিৎ রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ৷ তিনি জানান, জেলা বন আধিকারিকের দপ্তরে অলকা বাউরির পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় । বাবুল সুপ্রিয়র উদ্যোগেই এটা সম্ভব হয়েছে । রামু যাদব নামে আরেক জন যিনি মারা গেছিলেন, তাঁর পরিবারের হাতেও খুব তাড়াতাড়ি চেক তুলে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details