আসানসোল, 20 অগস্ট:গরুপাচার কাণ্ডে ধৃত সিবিআই হেফাজতের মেয়াদ আরও 4 দিন বাড়ল (Anubrata Mondal Will Be In CBI Custody For 4 more Days) । আসানসোল সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রতর জামিনের আবেদন এই নির্দেশ দেন । জামিনের আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী । তাঁর যুক্তি, অনুব্রত প্রভাবশালী ৷ শুধু তিনি একা নয় তাঁর সঙ্গে একটি চক্র কাজ করেছে ৷ এদের প্রত্যেকের হদিশ পেতে অনুব্রত মণ্ডলকে আরও জেরা করা প্রয়োজন ৷ অন্যদিকে, আদালতে তাঁর শরীর খারাপের বিষয়টি উঠে আসে ৷ অনুব্রত জানান, তাঁর জ্বর হয়েছে৷ এবছর বিচারক কম্যান্ড হাসাপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে কথা বলেন৷ দুপক্ষের শুনানি শেষে আগামী 24 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷ ওই দিন আবার আসানসোল সিবিআই আদালতে তোলা হবে ।
গত 10 দিনে অনুব্রতকে একাধিকবার জেরা করেছে সিবিআই ৷ তাঁর দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সেই ফোনগুলিকে ফরেনসিকে পাঠানোর কথা আদালতে জানিয়েছিল সিবিআই ৷ যদিও, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা দাবি করেছিলেন, কোনও ডিজিটাল লকিং সিস্টেম ব্যবহার করা হয়নি, ফোন বাজেয়াপ্ত করার সময় ৷ অর্থাৎ, ফোনের তথ্য বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালতে আশঙ্কা প্রকাশ করে অনুব্রতর আইনজীবীরা ৷