পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coal Scam : চার কয়লা মাফিয়াকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিল সিবিআই - CBI

জয়দেব মণ্ডল, নিরোদ মণ্ডল, নারান নন্দা ও গুরুপদ মাজিকে সোমবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ তার পর তাদের গ্রেফতার করা হয় ৷

cbi produced 4 arrested coal smuggler in asansol court
Coal Scam : হেফাজতে চেয়ে চার কয়লামাফিয়া আদালতে পেশ সিবিআই-এর

By

Published : Sep 28, 2021, 3:59 PM IST

Updated : Sep 28, 2021, 5:24 PM IST

আসানসোল, 28 সেপ্টেম্বর : কয়লাপাচার-কাণ্ডে ধৃত চার কয়লা মফিয়াকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হল মঙ্গলবার । ধৃত চার জন বেআইনি কয়লা কারবারের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷ তাদের নাম - জয়দেব মণ্ডল, নিরোদ মণ্ডল, নারান নন্দা ও গুরুপদ মাজি ৷ এর মধ্যে জয়দেবকে চারদিনের এবং বাকি তিন জনকে সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন :coal smuggling case : কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠ চারজনকে গ্রেফতার করল সিবিআই

গতকাল, সোমবারই নিজাম প্যালেসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার পর তাদের গ্রেফতার করে সিবিআই ৷ আজ সকালে কলকাতার নিজাম প্যালেস থেকে এই চারজনকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় । এর জেরে এদিন আসানসোল আদালত কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় ।

এই গ্রেফতারিকে কয়লাপাচার-কাণ্ডে সিবিআইয়ের বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে । সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে, এদের সকলেরই বেআইনি কয়লা কারবারের যোগাযোগ ছিল অনুপ মাজি ওরফে লালার সঙ্গে । প্রত্যেকেই লালার ঘনিষ্ঠ ছিল ৷ তাই চারজনকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই ।

চার কয়লা মাফিয়াকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিল সিবিআই

আরও পড়ুন :Icore Chit Fund Case : আইকোর মামলায় মদনকে জেরা সিবিআইয়ের

চারজনকে জিজ্ঞাসাবাদ করলে বেআইনি কয়লা কাণ্ড নিয়ে আরও বহু তথ্য সামনে আসবে বলে সিবিআইয়ের দাবি । শুধু তাই নয় আরও অনেক প্রভাবশালীদের নাম বেরিয়ে আসতে পারে বলেও মনে করা হচ্ছে ।

সম্প্রতি দিল্লির রোহিণী আদালতে এজলাসের মধ্যেই গ্য়াংওয়ার হয় ৷ সেই ঘটনার প্রেক্ষিতে এদিন আসানসোল আদালত চত্বরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয় । এমনকি, কোর্টে ঢোকার মুখে প্রত্যেকের গাড়িতে তল্লাশি চালানো হয় ।

আরও পড়ুন :Arms Recovered : বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বাইক আরোহীর থেকে উদ্ধার 25 আগ্নেয়াস্ত্র

অভিযুক্তদের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, ‘‘সিবিআই সাত দিনের জন্য রিমান্ড চেয়েছে ৷ আমরা তা কম করতে বলেছি । কারণ, চারজনই অসুস্থ । তারা তদন্তে সহযোগিতা করেছেন । আগামিদিনেও সহযোগিতা করবেন । ওই চারজনের কাছে সঠিক উত্তর না পেয়েই সিবিআই তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছে । অনুপ মাজির যে 350 কোটির কয়লা সংক্রান্ত মামলা আছে, সেই তদন্তে এদের দিয়ে আলোকপাত করাতে চাইছে সিবিআই । যদিও আমি ব্যক্তিগত ভাবে জানি 2020 সালে এরা কেউ বেআইনি কয়লার ব্যবসায় যুক্ত ছিলেন না ।’’

Last Updated : Sep 28, 2021, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details