পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bikash Mishra's CBI Custody : এবার গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে বিকাশ, নতুন তথ্য মেলার আশায় গোয়েন্দারা - এবার গরুপাচার কাণ্ডে সিবিআই হেফাজতে বিকাশ

বেআইনি কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) গত বছর মার্চে দিল্লি থেকে গ্রেফতার করা হয় বিকাশ মিশ্রকে । দীর্ঘ সময় পর শুক্রবার তাকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় ৷ আদালত তাকে কয়লা কাণ্ডে 14 দিনের জেল হেফাজত ও গরু পাচারকাণ্ডে 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় (CBI gets Custody of Bikash Mishra on Cattle Smuggling Case) ।

cbi-gets-custody-of-bikash-mishra-on-cattle-smuggling-case
Bikash Mishra's CBI Custody : এবার গরুপাচার কাণ্ডে সিবিআই হেফাজতে বিকাশ, নতুন তথ্য মেলার আশায় গোয়েন্দারা

By

Published : Apr 8, 2022, 8:02 PM IST

আসানসোল, 8 এপ্রিল : দীর্ঘ টালবাহানার পর আজ অবশেষে বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই কোর্টে সশরীরে হাজির করানো হয় । সিবিআই কোর্টের বিচারক কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে 14 দিনের জেল হেফাজত ও গরুপাচার কাণ্ডে 10 দিনের পুলিশি হেফাজতের (সিবিআই হেফাজত) নির্দেশ দেন (CBI gets Custody of Bikash Mishra on Cattle Smuggling Case) ।

বেআইনি কয়লা কাণ্ডে (Coal Smuggling Case) গত বছর মার্চ মাসে দিল্লিতে গ্রেফতার হয় বিকাশ মিশ্র । বেশ কয়েকবার শুনানি ও সিবিআই হেফাজতের পর বিকাশ মিশ্রের জেল হেফাজত হয় । 90 দিন পর জামিনের আবেদন করা হলেও জামিন নামাঞ্জুর হয়ে যায় । গত মার্চ মাসে বারবার তারিখ পরিবর্তন হলেও বিকাশ মিশ্রকে সশরীরে আসানসোল সিবিআই কোর্টে (Asansol CBI Court) হাজির করানো সম্ভব হয়নি ৷

শেষবার 29 মার্চ তাকে সিবিআই আদালতে তোলার কথা ছিল । সেদিনও শারীরিক অসুস্থতার জেরে তাকে এসএসকেএম হাসপাতালে রাখা হয়েছিল । এরপর আজ আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজির করানো হয় বিকাশ মিশ্রকে ।

বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, "প্রথমে কয়লা কাণ্ডের শুনানি হয় । তাতে বিকাশ মিশ্রকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় । পাশাপাশি গরু পাচারকাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতারের জন্য আদালতে আবেদন জানায় সিবিআই । বিচারক সেই আবেদন মঞ্জুর করে । গ্রেফতার করার পরেই বিকাশ মিশ্রকে গরু পাচারকাণ্ডে নিজেদের হেফাজতে নিতে আবেদন জানায় সিবিআই । 14 দিনের সিবিআই হেফাজতের জন্য আবেদন জানায় সিবিআই । বিচারক 10 দিনের জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করে ।’’

Bikash Mishra's CBI Custody : এবার গরুপাচার কাণ্ডে সিবিআই হেফাজতে বিকাশ, নতুন তথ্য মেলার আশায় গোয়েন্দারা

নিজেদের হেফাজতে নিয়ে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করলে গরু পাচারকাণ্ডে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

আরও পড়ুন :Tapan Kandu Murder: তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই

ABOUT THE AUTHOR

...view details