কলকাতা, 25 অগস্ট: আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হল গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অনুব্রতর শারীরিক পরীক্ষা করেন ৷
অনুব্রত মণ্ডলকে তাঁর সব ওষুধ ও শ্বাসকষ্ট প্রশমনের যন্ত্রপাতি সংশোধনাগারে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ 48 ঘণ্টা অন্তর তাঁর শারীরিক পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নির্দেশ মেনেই আজ বেলা 11টা নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গোটা হাসপাতাল চত্ত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ৷