আসানসোল, 13 ডিসেম্বর : চারদিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর আজ ফের আসানসোল সিজিএম আদালতে তোলা হল বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে (Burdwan Sunmarg Chit Fund Case) ৷ গত শুক্রবার তাঁকে আসানসোল সিজিএম আদালতের বিচারক তরুণ মণ্ডলের এজলাসে তোলা হয়েছিল ৷
প্রসঙ্গত, বর্ধমান সানমার্গ নামে একটি চিটফান্ড সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ গত বৃহস্পতিবার প্রণব চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে সিবিআই ৷ সেই সময় তাঁকে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ আদালতে প্রণব চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, তিনি চিটফান্ড সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না ৷ তিনি চিটফান্ড সংস্থাকে বাড়িভাড়া দিয়েছিলেন এবং আইনি উপদেষ্টা ছিলেন ৷ কিন্তু, সরাসরি কোনওভাবেই প্রণববাবু ওই সংস্থার সঙ্গে জড়িত ছিলেন না ৷ (Court Produce of Burdwan Municipality Administrator) ৷