পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

AMC Election Result 2022 : আসানসোলে ভোট গণনাকেন্দ্রে গুলির খোল, এলাকায় চাঞ্চল্য

গণনাকেন্দ্রে গুলির খোল, চাপা উত্তেজনায় গণনা শুরু আসানসোলে (Municipal Corporation Election 2022)।

bullet cover
আসানসোলে ভোট গণনা কেন্দ্রে গুলির খোল

By

Published : Feb 14, 2022, 10:21 AM IST

Updated : Feb 14, 2022, 10:46 AM IST

আসানসোল, 14 ফেব্রুয়ারি: কড়া নিরাপত্তায় শুরু আসানসোল পৌরনির্বাচনের ভোট গণনা । 106টি ওয়ার্ডের 431 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ । দু‘টি ধাপে হবে গণনা । প্রথম ধাপে ৫৩টি ওয়ার্ড এবং পরবর্তী ধাপে আরও ৫৩টি ওয়ার্ডে গণনা হবে । মোট 22 রাউন্ডে গণনা হবে । বিকেল 4টের মধ্যে শেষ হবে ভোট গণনার কাজ (Municipal Corporation Election 2022) ।

আরও পড়ুন:AMC Election 2022 : স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ, ভোটগণনার আগে উত্তপ্ত আসানসোল

সূত্রের খবর, রবিবার রাতে গণনাকেন্দ্রের বাইরে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । অভিযোগ দীর্ঘক্ষণ বন্ধছিল গণনাকেন্দ্রের সিসিটিভি । শুধু তাই নয়, দীর্ঘক্ষণ গণনাকেন্দ্রের দরজা খোলা ছিল বলে অভিযোগ করে বিরোধীরা । তবে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভকারীরা পিছু হটে । এদিকে সোমবার গণনা শুরু আগে গণনাকেন্দ্রের বাইরে একটি গুলির খোল দেখতে পাওয়া যায় (Bullet Cover Found)। যা ঘিরে উত্তেজনা ছড়ায় । কিভাবে গণনাকেন্দ্রে গুলির খোল এল তা নিয়েও প্রশ্ন উঠেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Municipal Corporation Election 2022) ।

আসানসোলে ভোট গণনা কেন্দ্রে গুলির খোল

প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করা হয়েছে । জানানো হয়, গণনাকেন্দ্রে এইধরনের কোনও ঘটনা ঘটেনি । তাদের কাছে গণনাকেন্দ্রের সব রিপোর্ট আছে (Municipal Corporation Election 2022)।

Last Updated : Feb 14, 2022, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details