পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পারদ ছুঁয়েছে 42 ডিগ্রি, গ্রীষ্মে পুলিশ কর্মীদের গলা ভেজানের দায়িত্ব নিল ‘ব্রাদারহুড’ - তাঁদের গলা ভেজানের দায়িত্ব নিল "ব্রাদারহুড"

ভ্রাতৃত্বের বন্ধনে লকডাউনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের পাশে দাঁড়াল ব্রাদারহুড স্বেচ্ছাসেবী সংগঠন । সারা শহর ঘুরে পুলিশ পোস্ট, ট্রাফিক পোস্ট পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের জলের বোতল, ওআরএসের প্যাকেট ও ডাবের জল তুলে দিলেন সংগঠনের সদস্যরা ।

'Brotherhood' Arranged drinks for on duty policemen of Asansol
'Brotherhood' Arranged drinks for on duty policemen of Asansol

By

Published : May 18, 2021, 10:34 PM IST

আসানসোল, 18 মে : লকডাউন সরকারি ও বেসরকারি বহু দফতরে ছুটি থাকলেও ছুটি নেই ট্রাফিক এবং পুলিশ আধিকারিকদের । বরং তাঁদের কাজ বেড়েছে । সাধারণ মানুষ যাতে লকডাউন না ভাঙেন তার জন্য সদা সতর্ক থাকতে হচ্ছে তাঁদের ৷ সারাদিনই রাস্তায় ব্যস্ত থাকতে হচ্ছে পুলিশ, ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের । এদিকে আসানসোলে পারদ ছুঁয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস । গরমে তেষ্টায় গলা ফেটে যাচ্ছে । এই পরিস্থিতিতে পুলিশ কর্মীদের পাশে দাঁড়াল আসানসোলের ব্রাদারহুড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । পুলিশ, ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে তারা তুলে দিল জলের বোতল, ওআরএসের প্যাকেট ও ডাবের জল ।

আসানসোল শহরকে বলা হয় দ্য সিটি অফ ব্রাদারহুড । সেই শহরেই ভ্রাতৃত্বের বন্ধনে লকডাউনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের পাশে দাঁড়াল ব্রাদারহুড স্বেচ্ছাসেবী সংগঠন । সারা শহর ঘুরে পুলিশ পোস্ট, ট্রাফিক পোস্ট পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের জলের বোতল, ওআরএসের প্যাকেট ও ডাবের জল তুলে দিলেন সংগঠনের সদস্যরা । প্রতিদিন নিয়ম করে এই কাজ করছেন তাঁরা । এই উদ্যোগে পুলিশ কর্মীরা খুশি ।

পুলিশকর্মীদের গলা ভেজানের দায়িত্ব নিল "ব্রাদারহুড"৷

কেবলমাত্র পুলিশ কর্মীদের পানীয় দেওয়াই নয়, আরও কাজ করছে ব্রাদারহুড স্বেচ্ছাসেবী সংগঠন । ব্রাদারহুডের সদস্য কৌশিক মজুমদার ও পারমিতা মজুমদাররা বলেন, "রাতে কোভিড কিচেন চালাচ্ছি আমরা । তৈরি করা রুটি-সবজি বিতরণ করছি ফুটপাথে থাকা মানুষদের । এছাড়া আমরা নিজেরা অক্সিজেন কিনছি । তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ।"

ABOUT THE AUTHOR

...view details