বারাসত, 4 জুলাই : রাস্তার ধারে ফেলে যাওয়া সদ্যোজাত শিশুর দেহ খুবলে খেল একদল কুকুর । উত্তর 24 পরগনার দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের চক চাঁদপুর গ্রামের ঘটনা ।
আজ সকালে হাড়োয়া- দেগঙ্গা রুটে রাস্তার ধারে একটি প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায় । স্থানীয়দের কথা মত, প্লাস্টিকটি নিয়ে টানাটানি করছিল একদল কুকুর । পরে সামনে গেলে দেখা যায় সদ্যোজাত শিশুর দেহ । দেহটি জায়গায় জায়গায় খুবলে খেয়েছে কুকুরের দল । এরপরই পুলিশকে খবর দেওয়া হয় । দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় । হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ।