পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Agnimitra Slams Ashok: ‘এজেন্ট’ অশোকের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার - BJP

তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি অশোক রুদ্রকে (TMC Leader Ashok Rudra) ‘এজেন্ট’ বলে কটাক্ষ করলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul) ৷ তাঁর দাবি, দুর্নীতিতে যুক্ত অশোক ৷ তাই শাসক দলের ওই নেতার বিরুদ্ধে ইডি-সিবিআই দিয়ে তদন্ত করানো উচিত ৷ এই নিয়ে পালটা কটাক্ষ করেছেন অশোক রুদ্রও ৷

BJPs Agnimitra Paul Slams TMCs Ashok Rudra on Corruption Issue
‘এজেন্ট’ অশোকের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার

By

Published : Aug 10, 2022, 2:32 PM IST

আসানসোল, 10 অগস্ট : তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি তথা কাউন্সিলর অশোক রুদ্রের (TMC Leader Ashok Rudra) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul) ৷ অশোক রুদ্রকে তিনি সরাসরি ‘এজেন্ট’ বলে কটাক্ষ করেছেন ৷ মঙ্গলবার বিকেলে নিজের দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল এমন মন্তব্য করেন । বিষয়টিকে পালটা কটাক্ষ করে অশোক রুদ্রের মন্তব্য, "দলে জায়গা ফিরে পেতেই বাজার গরম করছেন উনি ।"

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অগ্নিমিত্রা পাল বলেন, ''অশোক রুদ্র মহাশয়ের গতিবিধি এবং 11 বছরর ওঁর যা যা কাজ বা ওঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, তা তদন্তের আওতায় আনা হোক । আমি সংবাদমাধ্যমের মাধ্যমে ইডি এবং সিবিআইকে এই বার্তাটি দিতে চাইছি ।’’

অগ্নিমিত্রার দাবি, "শুধু শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে দুর্নীতি (Bengal Recruitment Scam) হয়েছে, তা কিন্তু নয় । এখানে দুর্নীতি হয়েছে শিক্ষক-শিক্ষিকার বদলি নিয়েও। আমাদের ভারতীয় জনতা পার্টির (BJP) এক সমর্থক শিক্ষক-সহ চার শিক্ষককে তৃণমূলকে সমর্থন না করার জন্য প্রতিহিংসার জন্য অন্য জেলায় দূরে বদলি করে দেওয়া হয় । ওই চারজনের মধ্যে দু’জন মহিলাও আছেন । সরকারের বিরোধিতা করার জন্য ওই চারজনকে শাস্তি দেওয়ার জন্য বদলি করেছিলেন এই অশোক রুদ্র ।"

পাশাপাশি অগ্নিমিত্রা পাল আরও দাবি করেন, "অনেকজনকে টাকা নিয়ে হোক, কিংবা সরকারকে সমর্থন করায়, পুরস্কার স্বরূপ তাঁদেরকে দূর থেকে কাছাকাছি জায়গায় বদলি করা হয়েছে ।"

Agnimitra Slams Ashok: ‘এজেন্ট’ অশোকের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার

অগ্নিমিত্রা পাল জোর গলায় বলেন, "অশোক রুদ্র এজেন্ট হিসেবে কাজ করেছে । তার প্রমাণ আমাদের কাছে আসছে । একটি অডিয়ো ক্লিপ বাইরে এসেছে যেখানে তৃণমূলের এক শিক্ষিকা বলছে, যে তিনি অন্তঃস্বত্ত্বা হওয়া স্বত্ত্বেও তাঁকে বাড়ির কাছে বদলি করা হয়নি । স্বামীকে লুকিয়ে দেড় লক্ষ টাকা দিয়েছিলেন ওই মহিলা । তারপরেও তার বদলি হয়নি ।"

বিষয়টি নিয়ে তৃণমূল (Trinamool Congress) শিক্ষা সেলের রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, "ওঁর জানা দরকার এজেন্সি দিয়ে রাজনীতি হয় না । এই তো 3 লক্ষ ভোটে হারলেন । দলে আবার নিজের জায়গা ফিরে পেতে এসব বলে বাজার গরম করছেন । প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কিছু ছবি দিয়ে একটি অডিয়ো ক্লিপ লাগিয়ে প্রচার করা হচ্ছে । সেই অডিয়ো ক্লিপ স্ক্রিপ্টেড। বাস্তবে কোনও অস্তিত্ব নেই । ওই অডিয়ো ক্লিপ সাজিয়ে যে কেউ যাঁকে তাঁকে নিয়ে করতে পারে । ভিত্তিহীন এসব ।"

এদিন অগ্নিমিত্রা পাল মলয় ঘটককে নিয়েও প্রশ্ন তোলেন ও তদন্তের দাবি করেন । ইএসআই হাসপাতালে পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগ নিয়েও বড় দুর্নীতি হয়েছে বলে দাবি করেন অগ্নিমিত্রা পাল ।

আরও পড়ুন :আসানসোল মেয়র উপনির্বাচনে ছাপ্পা হবে, দাবি অগ্নিমিত্রার

ABOUT THE AUTHOR

...view details