আসানসোল, 17 মে : "দলেরই উদ্বৃত্ত টাকা দলীয় কর্মীরা ফেরত নিয়ে যাচ্ছিলেন । আর তখনই ষড়যন্ত্র করে আসানসোল স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় ।" আসানসোল স্টেশনে এক কোটি টাকাসহ দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক গৌতম চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত সাউয়ের গ্রেপ্তার প্রসঙ্গে বিবৃতি দিল BJP । এর পাশাপাশি রাজ্য BJP-র পক্ষ থেকে CID-র DD-কে লিখিত অভিযোগও জানানো হয়েছে ।
13 মে আসানসোল স্টেশনের ওভারব্রিজে গৌতম চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত সাউকে ঘুরতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের । তাদের আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ । উদ্ধার হয় 1 কোটি টাকা । জেরা করে জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে ওই টাকা নিয়ে আসা হচ্ছিল । তারপরই লক্ষ্মীকান্ত ও গৌতমকে গ্রেপ্তার করে পুলিশ । সূত্রের খবর, গৌতম চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক ছিলেন । যদিও দিলীপ ঘোষ জানিয়ে দেন, তিনি গৌতমকে চিনতেন । তবে, আপ্ত সহায়ক ছিলেন না ।
এরপর 14 মে আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতদের একজন বলেন, "এটা আমাদের টাকা নয় । পার্টির টাকা । ভোটের জন্য নিয়ে আসা হচ্ছিল ।" কোন পার্টি তা জিজ্ঞাসা করলে তখন তাঁরা বলেন, "দিল্লি থেকে BJP-র জন্য আনা হচ্ছিল ।"