পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"স্থির হয়ে বসতে পারছেন না", মমতাকে কটাক্ষ মুকুলের - মমতা ব্যানার্জি সংক্রান্ত খবর

বারাবনিতে আজ BJP নেতা মুকুল রায় বলেন, "মমতা কোথাও স্থির হয়ে একটু বসতেও পারছেন না ৷ বসলেই মনে হচ্ছে ওঁর চেয়ারটা বোধহয় কে সরিয়ে নিচ্ছে ৷ "

মুকুল রায়

By

Published : Nov 24, 2019, 11:08 PM IST

Updated : Nov 24, 2019, 11:31 PM IST

বারাবনি, 24 নভেম্বর : আজ আসানসোলের বারাবনিতে BJP-র দলীয় কার্যালয় পুনরুদ্ধারে যান BJP নেতা মুকুল রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুকুলবাবু বলেন, " এখন মমতা কোথাও স্থির হয়ে একটু বসতেও পারছেন না ৷ বসলেই মনে হচ্ছে ওঁর চেয়ারটা বোধহয় কে সরিয়ে নিচ্ছে ৷ "

আরও পড়ুন : বারাবনিতে বাবুল, মুকুলের নেতৃত্বে দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP

মুকুল আরও বলেন, "তাই দেখবেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বসেন না ৷ এদিক ওদিক চড়কির মত ঘোরেন ৷ যাতে ওঁর চেয়ারটা কেউ তুলে না নিয়ে যায় ৷ আপনি জেনে রেখে দিন, আমিও আপনার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি ৷ আমরা পাপের প্রায়শ্চিত্ত করছি ৷ পাপের প্রায়শ্চিত্তের অঙ্গ হিসেবে আজ এখানে এসেছি ৷ "

বারাবনিতে মঞ্চে BJP নেতা মুকুল রায় ও কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

আরও পড়ুন: মমতার পুলিশ জোকার, ছবি তুলে ফেসবুকে দিয়ে দিন : বাবুল

বারাবনির বিধায়ক তৃণমূলের বিধান উপাধ্যায়কে নিয়েও তির্যক মন্তব্য করেন মুকুলবাবু ৷ বলেন, " তোমাদের তো আর কয়েকদিন পরেই BJP-তে যোগ দেওয়ার জন্য লাইন দিতে হবে ৷ " যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিধানবাবু ৷

Last Updated : Nov 24, 2019, 11:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details