পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Leader Jitendra Tiwari ফের মাথাচাড়া দিচ্ছে বেআইনি কয়লা পাচার চক্র, অভিযোগ জীতেন্দ্র তিওয়ারির - কয়লা পাচার চক্র

ইসিএলের বিভিন্ন খনিতে বৈধ উপায়ে খনন করা কয়লার একটা অংশ অবাধে পাচার হয়ে যাচ্ছে কয়লা মাফিয়াদের কাছে। এমনই অভিযোগ আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Illegal Coal Smuggling in Asansol ) ।

Coal Smuggling Case
ফের মাথাচারা দিচ্ছে বেআইনি কয়লা পাচার চক্র অভিযোগ জীতেন্দ্র তিওয়ারি

By

Published : Aug 17, 2022, 4:57 PM IST

আসানসোল, 17 আগস্ট: ইসিএলের বিভিন্ন খনিতে বৈধভাবে খনন করা কয়লার একটা অংশ অবাধে পাচার হয়ে যাচ্ছে কয়লা মাফিয়াদের কাছে (Asansole Coal Scam)। বেসরকারি এজেন্সি দ্বারা পরিচালিত খনির মালিকদের মদতেই কয়লা যাচ্ছে মাফিয়াদের কাছে । এমনই অভিযোগ বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারির । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কয়লামন্ত্রকের সচিব, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেডের সিএমডিকে চিঠি দিয়ে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি (BJP Leader Jitendra Tiwari shout on Coal Scam)।

এ প্রসঙ্গে জীতেন্দ্র তিওয়ারি ইটিভি ভারতকে জানান, যখন সিবিআইয়ের তদন্তের কারণে বেআইনি কয়লার ব্যবসা কিছুদিন বন্ধ হয়ে গিয়েছে ৷ তখন দেখা যাচ্ছে আউটসোর্সিং কিছু কোম্পানি, যাদের বিভিন্ন খনির লিজ দিয়েছে ইসিএল । তাদের কাজ কয়লা তুলে ইসিএলকে দিয়ে দেওয়া। কিন্তু এই আউটসোর্সিং সংস্থাগুলি উৎপাদিত কয়লার পুরোটা ইসিএলকে দিচ্ছে না। উৎপাদিত কয়লার 20 থেকে 25 শতাংশ কয়লা পাচারকারী মাফিয়াদের মাধ্যমে বিক্রি করে দিচ্ছে। সবমিলিয়ে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি । তিনি আরও উল্লেখ করেন, খনি থেকে উৎপাদিত কয়লা ইসিএলের ডাম্পিং গ্রাউন্ড পর্যন্ত পৌঁছাচ্ছে না। মাঝপথেই তা পাচার হয়ে যাচ্ছে। উৎপাদিত কয়লা ও ডাম্পিং গ্রাউন্ডে থাকা কয়লার হিসেব নিলেই তা পরিষ্কার হয়ে যাবে।

ফের মাথাচারা দিচ্ছে বেআইনি কয়লা পাচার চক্র অভিযোগ জীতেন্দ্র তিওয়ারির

আরও পড়ুন: লালা রক্ষাকবচ পেলেও কেন ফের জেল হেফাজতে ইসিএল কর্তারা, প্রশ্ন আইনজীবীদের

যদিও জীতেন্দ্র তিওয়ারির এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ইসিএল কর্তারা। একদিকে যখন বেআইনি কয়লা নিয়ে তৎপর সিবিআই । রাজ্যের সিআইডিও পৃথকভাবে তদন্ত শুরু করেছে । বেআইনি কয়লার কারবারে রাশ টানা গেছে অনেকটাই। ঠিক সেই সময় আবারও চাঞ্চল্যকর অভিযোগ করলেন জীতেন্দ্র তিওয়ারি।

ABOUT THE AUTHOR

...view details