অন্ডাল, 22 মার্চ : কোরোনা আতঙ্কের মধ্যেও প্রকাশ্যে এল BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দুই গোষ্ঠীর নেতাদের বচসা, হাতাহাতির জেরে মাথা ফাটল অঞ্চল সভাপতির । অন্ডালের উখরা এলাকায় ঘটনা । অঞ্চল সভাপতি রাহুল বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত BJP-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সহসভাপতি শ্রীদীপ ওরফে ছোটন চক্রবর্তী ।
শনিবার রাত সাড়ে দশটা নাগাদ খনি অঞ্চল উখরাতে BJP-র দুই গোষ্ঠীর বচসা বাধে ৷ বচসার জেরে আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয় ঘনিষ্ঠ রাহুল বন্দোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ রাহুলবাবু জানান, "উখরাতে নার্সিংহোমে গিয়েছিলাম । সেখানে ছোটন চক্রবর্তীরাও ছিল । আমি তাদেরকে প্রশ্ন করতে লাথি, ঘুষি মারতে শুরু করে । আমি পড়ে যাই ৷ মাথা ফেটে যায় । আমি থানায় অভিযোগ করেছি ।" মাথা ফাটার পাশাপাশি ডান হাতে চোট লাগে বলেও জানান রাহুলবাবু ।