পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত বারাবনির তৃণমূল বিধায়ক - চিত্তরঞ্জনের কে.জি হাসপাতালে

বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় জানান, "কয়েকদিন আগে জ্বর আসে। সেই সময় কোরোনা পরীক্ষা করান তিনি ৷ গতকাল রিপোর্ট পজ়িটিভ এসেছে ।"

আসানসোল
আসানসোল

By

Published : Sep 25, 2020, 3:41 PM IST

আসানসোল, 25 সেপ্টেম্বর : এবার কোরোনায় আক্রান্ত বারাবনির তৃণমূল কংগ্রেস বিধায়ক বিধান উপাধ্যায়। গতকাল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে কোনও উপসর্গ নেই ৷

বিধায়ক জানান, কয়েকদিন আগে জ্বর এসেছিল। সেই সময় কোরোনা পরীক্ষা করান তিনি ৷ গতকাল রিপোর্ট পজ়িটিভ আসে। তারপরেই হাসপাতালে ভরতি হন । তাঁর সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে কোরোনা পরীক্ষা করিয়ে নেওয়ার উপদেশ দিয়েছেন তিনি ৷

অন্যদিকে, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার এক কর্মীর মৃত্যু হয় গতকাল সকালে। গত 21 সেপ্টেম্বর শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে রেল হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। রেলের ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, মৃত ওই কর্মী কোরোনায় আক্রান্ত ছিলেন না। তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট গতকাল নেগেটিভ আসে। 52 বছর বয়সি ওই কর্মী চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার স্টিল ফাউন্ড্রি বিভাগে ক্রেন ড্রাইভার পদে কর্মরত ছিলেন। বর্তমানে চিত্তরঞ্জনের কে.জি হাসপাতালে কোরোনায় আক্রান্ত হয়ে 32 জন ভরতি রয়েছেন বলে রেলের তরফে জানানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details