বারাবনি, 23 এপ্রিল : বারাবনিতে শুভেন্দু অধিকারির সভার আগে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় ৷ একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় । ঘটনার জেরে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী ৷ যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।
শুভেন্দু-বাবুলের সভার আগে উত্তপ্ত বারাবনি - উত্তপ্ত বারাবনি
শেষ দিনের প্রচারে বারাবনি এলাকায় সভা করার কথা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এবং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র ৷ সেই সভা শুরু হওয়ার আগেই সভাস্থলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
জানা গিয়েছে, শেষ দিনের প্রচারে বারাবনি এলাকায় সভা করার কথা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এবং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র ৷ সেই সভা শুরু হওয়ার আগেই সভাস্থলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায় । তাঁর দাবি, সভাস্থলে আসা কার্যকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল থেকে শুরু করে বোমাও ছোড়া হয়েছে । বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে এবং একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । যদিও এই ঘটনার পরেও সেখানে সভা অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুন : সোমবার থেকে দিনের প্রথম মেট্রো সকাল 7টা 20 মিনিটে
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ জানিয়েছেন, এই পুরো ঘটনাটি ভোটের আগে সমবেদনা পেতে বিজেপি নাটক করছে ৷