আসানসোল, 18 এপ্রিল : বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে রোড শো করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় । আজ বারাবনির গিরমিন্ট মোড় থেকে কাটাপাহাড়ি মোড় পর্যন্ত এবং গৌরান্ডী থেকে পাঁচগাছিয়া পর্যন্ত রোড শো করলেন তৃণমূল সাংসদ । খোলা জিপে প্রার্থী বিধান উপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচার পর্ব সারলেন তিনি ৷
বিধান উপাধ্যায়ের সমর্থনে বারাবনিতে শতাব্দী রায়ের রোড শো - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
আগামী 22 এপ্রিল পঞ্চম দফায় নির্বাচন বারাবনি বিধানসভা কেন্দ্রে ৷ সেই ভোটের আগে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের হয়ে প্রচার করলেন দলের সাংসদ শতাব্দী রায় ৷ আজ সারাদিন প্রার্থীর হয়ে রোড শো করলেন তিনি ৷
বিধান উপাধ্যায়ের সমর্থনে বারাবনিতে শতাব্দী রায়ের রোড শো
আরও পড়ুন : বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহের রোড শো
আগামী 22 এপ্রিল পঞ্চম দফায় নির্বাচন বারাবনি বিধানসভা কেন্দ্রে ৷ সেই ভোটের আগে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের হয়ে প্রচার করলেন দলের সাংসদ শতাব্দী রায় ৷ আজ সারাদিন প্রার্থীর হয়ে রোড শো করলেন তিনি ৷ যে রোড শো-তে হুড খোলা জিপে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচার করলেন তিনি ৷ সঙ্গে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ সেই সঙ্গে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক বাইকে করে এই রোড শো-তে অংশ নেন ৷