পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bengal Civic Poll 2022 : আসানসোলে দিলীপ ঘোষের পথ আটকে বিক্ষোভ তৃণমূল প্রার্থীর - Corruption Allegation Against BJP Candidate

দিলীপ ঘোষের গাড়ি আটকে প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের ঝোলা খুলে বসলেন আসানসোল পৌরনিগমের 41 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জিতু সিং (TMC Candidate Stops Dilip Ghosh Car in Asansol) ৷ প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভিগু ঠাকুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন তিনি ৷ সেই সঙ্গে ভিগু ঠাকুর কাউন্সিলর থাকাকালীন কাজ করেননি বলে অভিযোগ জিতু সিংয়ের (Bengal Civic Poll 2022) ৷

Bengal Civic Poll 2022
Bengal Civic Poll 2022

By

Published : Jan 11, 2022, 11:37 AM IST

আসানসোল, 11 জানুয়ারি : আসানসোলে দিলীপ ঘোষের গাড়ির পথ আটকালেন 41 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জিতু সিং (TMC Candidate Stops Dilip Ghosh Car in Asansol) ৷ সেই সঙ্গে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গরিব হওয়ার নাটক করে আর্থির দুর্নীতির অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী ৷ প্রসঙ্গত, আসানসোল পৌরনিগমের প্রচারে 41 নম্বর ওয়ার্ডের দিলদারনগর এলাকায় চায়ে পে চর্চা কর্মসূচি ছিল দিলীপ ঘোষের (Bengal Civic Poll 2022) ৷ সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়ি দাঁড় করিয়ে বিজেপির বিদায়ী কাউন্সিলর ভিগু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে গেন তৃণমূল প্রার্থী জিতু সিং ৷

দিলীপ ঘোষ 41 নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি থেকে ফেরার সময় রাস্তায় সেখানকার তৃণমূল প্রার্থীর সঙ্গে দেখা হয়ে যায় তাঁর ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে হাতের কাছে পেয়ে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী জিতু সিং (Corruption Allegation Against BJP Candidate) ৷ আঙুল উঁচিয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে ৷ কয়েক মুহূর্তে সেখানে লোকজন জড়ো হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৃণমূল প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দেয় ৷ ফলে দিলীপ ঘোষের গাড়ির কনভয় সেখান থেকে বেরিয়ে যায় ৷

আরও পড়ুন : AMC Election 2022 : 500 কর্মী-সমর্থক নিয়ে দিলীপ-জিতেন্দ্রর মিছিল আটকাল পুলিশ

যদিও, শান্ত করা যায়নি তৃণমূল প্রার্থীকে ৷ তিনি চিৎকার করতে থাকেন ৷ তাঁর অভিযোগ, আসানসোল পৌরনিগমের 41 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কাউন্সিলর থাকাকালীন কোনও কাজ করেননি (Asansol Corporation TMC Candidate Showing Agitation) ৷ উল্টে গরিব হওয়ার নাটক করে আর্থিক দুর্নীতি করে গিয়েছেন বলে অভিযোগ ৷ দিলীপ ঘোষের গাড়ি সেখান থেকে চলে যেতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন জিতু সিং এবং তাঁর অনুগামীরা ৷ এ নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসাও হয় ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ৷

আসানসোলে দিলীপ ঘোষের পথ আটকে বিক্ষোভ 41নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর

যদিও, ভিগু ঠাকুরের দাবি, তিনি কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন ৷ তিনি বলেন, ‘‘আমি কোনও দুর্নীতি করিনি ৷ সব অভিযোগ মিথ্যে ৷ জিতু সিং আগে কংগ্রেসে ছিল এবং গত বিধানসভা ভোটের আগে মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে আসে ৷ এখন বর্তমানে তিনি এই ওয়ার্ডে দাঁড়িয়েছেন ও নিজেই দাবি করছেন জিতবেন ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details