আসানসোল, 11 জানুয়ারি : আসানসোলে দিলীপ ঘোষের গাড়ির পথ আটকালেন 41 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জিতু সিং (TMC Candidate Stops Dilip Ghosh Car in Asansol) ৷ সেই সঙ্গে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গরিব হওয়ার নাটক করে আর্থির দুর্নীতির অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী ৷ প্রসঙ্গত, আসানসোল পৌরনিগমের প্রচারে 41 নম্বর ওয়ার্ডের দিলদারনগর এলাকায় চায়ে পে চর্চা কর্মসূচি ছিল দিলীপ ঘোষের (Bengal Civic Poll 2022) ৷ সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়ি দাঁড় করিয়ে বিজেপির বিদায়ী কাউন্সিলর ভিগু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে গেন তৃণমূল প্রার্থী জিতু সিং ৷
দিলীপ ঘোষ 41 নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি থেকে ফেরার সময় রাস্তায় সেখানকার তৃণমূল প্রার্থীর সঙ্গে দেখা হয়ে যায় তাঁর ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে হাতের কাছে পেয়ে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী জিতু সিং (Corruption Allegation Against BJP Candidate) ৷ আঙুল উঁচিয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে ৷ কয়েক মুহূর্তে সেখানে লোকজন জড়ো হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৃণমূল প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দেয় ৷ ফলে দিলীপ ঘোষের গাড়ির কনভয় সেখান থেকে বেরিয়ে যায় ৷