পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মতুয়া, লেপচাদের মতো উন্নয়ন পর্ষদের দাবি বাউরি সমাজের - বাউরি সমাজ

আজ সাংবাদিক বৈঠক করে রাজবংশী বাউরি জানান, লেপচা, মতুয়াদের মতো উন্নয়ন পর্ষদের আমরাও দাবি জানাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে বাউরি সমাজ পিছিয়ে আছে। তাই সামগ্রিক উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদের প্রয়োজন।"

bauri community demanded
উন্নয়ন পর্ষদের দাবি বাউরি সমাজের

By

Published : Nov 17, 2020, 11:02 PM IST

আসানসোল, 17 নভেম্বর :মতুয়া, লেপচাদের মতো উন্নয়ন পর্ষদের দাবি জানাল এবার বাউরি সমাজ। পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে । গত 3 নভেম্বর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বাউরি সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার বাউরি সমাজের প্রতিনিধিরা ডাক পায়নি বলে জানা গেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রাজবংশী বাউরিও এই বৈঠক সম্পর্কে কিছু জানতে পারেননি বলে জানিয়েছেন।

আজ সাংবাদিক বৈঠক করে রাজবংশী বাউরি জানান, লেপচা, মতুয়াদের মতো উন্নয়ন পর্ষদের দাবি জানাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে বাউরি সমাজ পিছিয়ে আছে। তাই সামগ্রিক উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদের প্রয়োজন।"

উন্নয়ন পর্ষদের দাবি বাউরি সমাজের
তিনি জানান "সাংস্কৃতিক ক্ষেত্রেও উন্নয়ন হওয়া প্রয়োজন। সারা পশ্চিম বর্ধমান জেলায় আম্বেদকরের একটি পূর্ণাবয়ব মূর্তি পর্যন্ত নেই। এছাড়া আমাদের আন্দোলনের যাঁরা শহিদ হয়েছেন তাঁদের নামে স্কুল-কলেজে, রাস্তার দাবি জানিয়েছি। আশা রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুরোধ শুনবেন এবং আগামী দিনে বাউরি সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদ ঘোষণা করবেন।"

ABOUT THE AUTHOR

...view details