আসানসোল, 4 সেপ্টেম্বর: বামপন্থী কর্মসূচিতে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত (Mild Heart Attack) হলেন বর্ষীয়ান বাম নেতা বাসুদেব আচারিয়া (Basudeb Acharia) ৷ রবিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে (Asansol) আসেন তিনি ৷ এখানেই সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছিল ৷ ঠিক ছিল, এই কর্মসূচির উদ্বোধন করবেন বাসুদেব ৷ সেই মতোই সব ব্যবস্থা করা হয়েছিল ৷
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রবীণ নেতাকে প্রাথমিকভাবে আসানসোলেরই বার্নপুর রোডের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁকে দুর্গাপুরের অন্য একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় ৷ সূত্রের দাবি, তাঁর হৃদযন্ত্রের কিছু সমস্যা রয়েছে ৷ তার জেরেই অসুস্থ হয়ে পড়েন বাসুদেব ৷
আরও পড়ুন:বাসুদেব আচারিয়ার নেতৃত্বে ইসিএলে ধরনা সিটুর
প্রসঙ্গত, রবিবার আসানসোল জেলা গ্রন্থাগারে জীবন বিমা নিগমের কর্মীদের একটি বামপন্থী সংগঠনের সম্মেলন ছিল ৷ তাতে যোগ দেওয়ার কথা ছিল বাসুদেবের ৷ প্রবীণ নেতা হিসাবে তাঁকেই অনুষ্ঠানের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছিল ৷ আয়োজকরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই অনুষ্ঠানে পৌঁছে যান বাসুদেব ৷ কর্মসূচির উদ্বোধনও করেন ৷ কিন্তু, তারপরই বাকিদের জানান, তিনি অসুস্থ বোধ করছেন ৷ সেখানে উপস্থিত সংগঠনের নেতা ও কর্মীরা সময় নষ্ট না করে বাসুদেবকে দ্রুত নার্সিংহোমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ পরবর্তীতে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওই বামপন্থী নেতা ৷ তবে, দলীয় সহকর্মী ও চিকিৎসকরা দ্রুত পদক্ষেপ করায় তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ৷
সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, "প্রাথমিকভাবে জেনেছি ওঁর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে ৷ সঙ্গে আরও কিছু শারীরিক সমস্যাও আছে ৷ ওঁর যাতে আরও ভালো চিকিৎসা করানো সম্ভব হয়, তা নিশ্চিত করতেই দলের তরফে আসানসোল থেকে দুর্গাপুরের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷"
প্রসঙ্গত, বাসুদেব আচারিয়া 1980 সাল থেকে 2014 সাল পর্যন্ত টানা বাঁকুড়ার সাংসদ ছিলেন ৷ কিন্তু, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেনের কাছে হেরে যান তিনি ৷ বাসুদেব আচারিয়া একটা সময় রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ছিলেন ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে রাজনৈতিক মহল ৷