আসানসোল, 23 জুন: এ বার প্রাচীন গ্রামীণ হাটকে আধুনিক রূপ দেওয়া হবে । বারাবনির দোমোহানিতে এই রকমই একটি হাটকে 87 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হল (Barabani Rural Market)। মুখ্যমন্ত্রী আসার আগেই এই কাজে তোড়জোড় নেওয়া হয়েছে । ইতিমধ্যেই বারাবনির বিডিও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অনান্যরা হাট পরিদর্শন করে বিক্রেতাদের একটি তালিকা তৈরি করেছেন । নতুন গড়ে ওঠা মার্কেটিং কমপ্লেক্সে(marker complex)ওই বিক্রেতারাই দোকান পাবেন ।
বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহু বছরের একটি পুরোনো হাট আছে । সেই হাটকেই প্রায় 87 লক্ষ টাকা খরচ করে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স । জানা গিয়েছে, 2017 সালেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা মঞ্জুর করা হয়েছিল । কিন্তু জমি সংক্রান্ত সমস্যায় কাজটি আটকে পড়েছিল । বর্তমানে সেই সমস্যা মিটেছে । আর তাই দ্রুত কাজটি সম্পন্ন করতে চাইছে ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি (Barabani rural market to get modern look)।