সালানপুর, 28 মে : সালানপুরের সিধাবাড়ি গ্রাম ৷ যশের পর কেমন আছে এই গ্রাম তাঁর খোঁজ নেননি বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ প্রশ্ন উঠতে পারে এত জায়গা থাকতে নির্দিষ্ট এই গ্রামের খোঁজ নেওয়ার কথাই কেন বলা হচ্ছে ৷ 2016 সালের নির্বাচনের পর এই গ্রামকে দত্তক নিয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয় ৷
গ্রাম দত্তক নেওয়ার পর প্রথম প্রথম তিনি গ্রামে গিয়েছেন বহুবার ৷ অনেক কিছুর উদ্যোগও নিয়েছেন ৷ কিন্তু দ্বিতীয়বার ভোটে জেতার পর বাবুল সুপ্রিয়কে আর দেখতেই পানননি সিধাবাড়ি গ্রামের মানুষজন ৷ এমনটাই অভিযোগ গ্রামের মানুষের ৷ যশের কারণে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গ্রামের পাশেই মাইথন ব্যারেজ ৷ ফলে প্রবল ঘূর্ণিঝড়ে ব্যারেজের জলে বানভাসি হওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা যখন আতঙ্কিত, ঠিক সেই সময়ে ত্রাতার ভূমিকায় আসেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ৷ এলাকাবাসীদের কমিউনিটি সেন্টারে আশ্রয় দেওয়া হোক, কিংবা তাঁদের ত্রাণের ব্যবস্থা করা ৷ প্রতিনিধি পাঠিয়ে সমস্তটাই করেছেন বিধায়ক ৷