পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে BJP-র তিনটি কার্যালয়ে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল - Barabani latest update

আসানসোলের বারাবনির গৌরান্ডি হাটতলা, কাটাপাহাড়ি এবং জামগ্রামে আজ BJP-র তিনটি কার্যালয়ে ভাঙচুর করল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷

দলীয় কার্য্যালয়ে হামলা

By

Published : Nov 18, 2019, 7:23 PM IST

আসানসোল, 18 নভেম্বর: একের পর এক BJP দলীয় কার্যালয় ভাঙচুর ৷ ঘটনাস্থান আসানসোলের বারাবনি ৷ ভাঙচুরের ঘটনায় অভিযোগ উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বারাবনির গৌরান্ডি হাটতলা, কাটাপাহাড়ি এবং জামগ্রামে তিনটি BJP কার্যালয় ভাঙচুর করা হয় আজ সকাল 11 টা নাগাদ ।

অভিযোগ, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এসে কার্যালয়গুলিতে ভাঙচুর করে ৷ স্থানীয় BJP নেতৃত্ব অভিযোগ তুলছে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে ৷ স্থানীয় BJP নেতা তথা বারাবনি ব্লকের দলীয় আহ্বায়ক অমল রায় বলেন, "তৃণমূলের স্থানীয় নেতাদের মদতে ভাঙচুর করা হয়েছে আমাদের দলীয় কার্যালয়গুলিতে । বাধা দিতে গেলে কয়েকজন BJP কর্মীকে মারধরও করা হয় । তাঁরা জখম হয়েছেন । হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ।"

BJP-র অভিযোগ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন করা হলে কেউ মন্তব্য করতে অস্বীকার করেন ৷ এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details