পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জামুড়িয়ায় দুর্ঘটনার কবলে বাবুলের কনভয়, আপ্ত সহায়কের গাড়িতে ধাক্কা বোলেরোর - দুর্ঘটনাগ্রস্ত বাবুল সুপ্রিয়র সহকারীর গাড়ি

জাতীয় সড়কে বাবুলের আপ্ত সহায়কের গাড়িতে ধাক্কা ৷ নিছক দুর্ঘটনা, নাকি অন্য কিছু তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি  ৷

বাবুল
বাবুল

By

Published : Jan 1, 2021, 9:22 PM IST

জামুড়িয়া, 1 জানুয়ারি : দুর্ঘটনার কবলে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়। জামুড়িয়ায় দু'নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়ে বাবুলের আপ্ত সহায়কের গাড়ি ৷ আজ সন্ধেয় সাতগ্রাম মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে ৷

জামুড়িয়ার দু'নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতায় যাচ্ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ সাতগ্রাম মোড়ের কাছে অপরদিক থেকে আসা একটি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে বাবুলের আপ্ত সহায়কের গাড়িতে । দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি ৷ অল্প চোট-আঘাত পান আপ্ত সহায়ক। তবে রেহাই পান বাবুল ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় জামুড়িয়া থানার পুলিশ । গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বোলেরো গাড়িটিকেও আটক করা হয়েছে ৷ দুর্ঘটনার পর এলাকায় শোরগোল পড়ে যায়৷ কারণ প্রাথমিকভাবে স্থানীয়দের অনেকেই মনে করেন, গাড়িটি বাবুলের ৷

আরও পড়ুন :চাপড়ায় বাস দুর্ঘটনায় আহত 25

এদিকে এটি নিছক দুর্ঘটনা ! নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details